স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবি নিয়ে গুলশান-১ মোড় অবরোধ করেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব ঘোষিত অনির্দিষ্টকালের জন্য ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির অংশ হিসেবে তারা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাখালীতে সড়ক অবরোধ করেন। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর আবার কলেজের দিকে ফিরে যান। সেখান থেকে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তারা গুলশান-১ নম্বর চত্বরের উদ্দেশে যাত্রা শুরু করেন।
এ সময় শিক্ষার্থীদের ‘তিতুমীর আসছে, রাজপথ কাঁপছে’, ‘টিসি না টিইউ, টিইউ টিইউ’, ‘আমার ভাই অনশনে, প্রশাসন কী করে’, ‘প্রশাসনের সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, চলবে না চলবে না’, ‘অধ্যক্ষের সিন্ডিকেট, মানি না মানব না’, ‘আমাদের সংগ্রাম, চলছে চলবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীরা জানান, আমরা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গুলশান ১ গোল চত্বর অবরোধ করছি। আমরা বহুবার বলেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।
আন্দোলনকারী শিক্ষার্থী সানি বলেন, আমাদের আন্দোলন থামাতে হলে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিয়েই থামাতে হবে। তাছাড়া আমরা অবরোধ কর্মসূচি বন্ধ করছি না। দুই যুগেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সরকার চাইলে ঘোষণা দিতে পারে। অনশনে প্রতিদিন দুজন সহকর্মী অসুস্থ হলেও সরকার গায়ে লাগাচ্ছে না। প্রয়োজনে আমরা সবাই অনশনে বসব তবুও রাজপথ ছাড়ছি না।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ ৭ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির ঘোষণা দেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
একই দাবিতে গত বৃহস্পতিবার থেকে তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকের সামনে অনশন করেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ১২ জন শিক্ষার্থী অনশনে যুক্ত হয়েছিলেন। এর মধ্যে অসুস্থ হয়ে পড়ায় ছয়জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন