রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে টানা চতুর্থ দিনের মতো অনশন করছেন।
শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে একদল শিক্ষার্থীকে অনশন করতে দেখা যায়।
গত বুধবার বিকেল থেকে অনশনে আছেন ৬ জন। এ ছাড়া গণ-অনশনে অংশ নিয়েছেন অন্যান্য শিক্ষার্থী। দীর্ঘসময় অনশনে থেকে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। কলেজের মূল ফটকের সামনে স্যালাইন দেওয়া হচ্ছে কয়েকজনকে।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।
শিক্ষার্থীদের অভিযোগ, যৌক্তিক দাবি নিয়ে দ্বিচারিতা করছে সরকার, মন্ত্রণালয় কমিটি গঠন করলেও দৃশ্যমান কোনো কার্যক্রম নেই।
এদিকে বিকেল ৪টার মধ্যে স্বীকৃতি না আসলে ঢাকা উত্তর সিটি এলাকায় বারাসাত ব্যারিকেড কর্মসূচি পালন করার হুঁশিয়ারি আন্দোলনকারীদের।
মন্তব্য করুন