রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাঙলা কলেজ বিজনেস এন্ড ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় কলেজ মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী তারুণ্যের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ আয়োজনের উদ্দেশ্য ছিল জুলাই বিপ্লবকে অর্থবহ করতে তারুণ্যের প্রতীক হিসেবে ৩৬ জুলাইকে সকলের মাঝে তুলে ধরা ও শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে প্রদর্শন।
এতে বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠাপুলির স্বাদ এবং ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে ফুটে উঠে। কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী আয়োজনে প্রতিষ্ঠানটির সাবেক বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়।
তারুণ্য উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান, উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভীন। কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরাও এই উৎসবে অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে কলেজের অধ্যক্ষ বলেন, পিঠা উৎসব আমাদের শেকড়ের সঙ্গে সম্পর্কিত। আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা। তারুণ্যের পিঠা উৎসব এই প্রচেষ্টারই একটি উদাহরণ। এরকম আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করবে।
উৎসবে ২০টি স্টলে দেশের ঐতিহ্যবাহী ৫০ প্রকারের বেশি পিঠার প্রদর্শনী ও বিক্রির আয়োজন করা হয়। শুধু পিঠার প্রদর্শনী নয়, উৎসবকে আরও রঙিন করে তোলে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নাচ, গান, আবৃত্তি ও নাটক পরিবেশন করেন শিক্ষার্থীরা।
মন্তব্য করুন