ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের পদত্যাগ দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম।
রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ দাবি করেন।
পোস্টে তরিকুল ইসলাম লেখেন, ‘ঢাবি প্রোভিসির সাত কলেজের শিক্ষার্থীদের সাথে তার দুর্ব্যবহারের ভিডিওটা দেখলাম। দেখে ওনাকে শিক্ষক নয়, ক্যাডার মনে হলো। সাত কলেজের শিক্ষার্থীদের সাথে তার অসদাচরণের কারণে আজ এত বড় সংঘাত হলো।’
উপ-উপাচার্যকে দায় দিয়ে তিনি বলেন, ‘তার দুর্ব্যবহারের কারণে তৈরি হওয়া সাত কলেজ-ঢাবি সংঘাতের দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, সাত কলেজেরও নয়, বরং তার নিজের। অবিলম্বে এই ক্যাডার প্রো-ভিসি মামুন আহমেদের পদত্যাগ চাই।’
এদিকে এ ঘটনায় শিক্ষার্থীদের ধৈর্য থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ দুঃখ প্রকাশ করেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আমার আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত ঘটেছে, তা দুঃখজনক।’
এ সময় তিনি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনা মাধ্যমে এই ভুল-বোঝাবুঝির অবসান ঘটবে বলে জানান।
মন্তব্য করুন