খুলনা ব্যুরো
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

খুবি শিক্ষার্থী হত্যা, কারাগারে গেলেন রব্বানী

নিহত অর্ণব কুমার সরকার। ছবি : সংগৃহীত
নিহত অর্ণব কুমার সরকার। ছবি : সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এমবিএ শিক্ষার্থী অর্ণব কুমার সরকার হত্যার ঘটনায় গোলাম রব্বানী নামের একজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পরে আদালত গোলাম রব্বানীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে হত্যাকাণ্ডের রাতেই নগরের গোবর চাকা এলাকায় নিজের বাড়ি থেকে তাকে আটক করা হয়েছিল।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এসআই আশরাফুল আলম। তিনি জানান, রোববার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি। আদালত গোলাম রব্বানীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে আগামীকাল সোমবার গোলাম রব্বানীর রিমান্ড শুনানি হতে পারে।

পুলিশ বলছে, অর্ণবের ঘনিষ্ঠ বন্ধু গোলাম রব্বানী। একসঙ্গে পড়াশোনা করেছেন তারা। ঘটনার পর তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে দেখা গেছে, গোলাম রব্বানীর ফোন পেয়েই তেঁতুলতলার ওই স্থানে গিয়েছিলেন অর্ণব। কিছুক্ষণের মধ্যেই সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাকে গুলি করে হত্যা করেন। ওই হত্যাকাণ্ডের সঙ্গে গোলাম রব্বানীর যোগসূত্র রয়েছে বলে মনে করছে পুলিশ। এ কারণেই গোলাম রব্বানীর রিমান্ডের আবেদন করা হয়েছে।

এর আগে অর্ণব সরকার হত্যার ঘটনায় শনিবার রাত ১০টার দিকে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন অর্ণবের বাবা নীতিশ কুমার সরকার। মামলার এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি, তবে অজ্ঞাত আসামি করা হয়েছে ২৫ থেকে ৩০ জনকে। মামলার এজাহারে হত্যার কারণ হিসেবে সন্দেহজনক কোনো ঘটনার কথা উল্লেখ করা হয়নি।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, মামলার জন্য নিহত অর্ণবের বাবাসহ পরিবারের কয়েকজন সদস্য সোনাডাঙ্গা মডেল থানায় যান। তিনি অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক হিসেবে যে তিনজনকে আটক করা হয়েছিল রোববার সকালে তাদের দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আর গোলাম রব্বানী নামের অর্নবের এক বন্ধুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খুলনা নগরের তেঁতুলতলা মোড় এলাকায় অর্ণব কুমার সরকারকে গুলি করে হত্যা করেন দুবৃত্তরা। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, রাতে তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলে হেলান দিয়ে চা খাচ্ছিলেন অর্ণব। এ সময় কয়েকটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা সেখানে গিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। এর মধ্যে একটি গুলি অর্ণবের মাথা ভেদ করে বেরিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, অর্ণবের শরীরে বেশ কয়েকটি গুলির দাগ ছিল। এর মধ্যে একটি গুলি তার মাথা ভেদ করে বেরিয়ে যায়।

অর্ণবদের গ্রামের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর গ্রামে। তার বাবা নীতিশ চন্দ্র সরকার একজন ঠিকাদার। তারা গত প্রায় ১৫ বছর ধরে খুলনা নগরের বানরগাতি ইসলাম কমিশনারের মোড় এলাকার করোতোয়া লেনে বাড়ি করে বসবাস করছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) মো. মনিরুজ্জামান জানান, অর্ণব হত্যার সঙ্গে তার বন্ধু গোলাম রব্বানী জড়িত থাকার বেশকিছু প্রমাণ তাদের হাতে পৌঁছেছে। এসব বিষয়ে বিস্তারিত জানার জন্যই রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড শুনানির দিন ধার্য না করে গোলাম রব্বানীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গোলাম রব্বানীকে রিমান্ডে নিলে অনেক তথ্য বেরিয়ে আসবে বলে মনে করেন তিনি। জানতে চাইলে কেএমপির ওই উপ-কমিশনার আরও বলেন, বেশ কিছু বিষয় মাথায় রেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। তবে কোনোটিই এখনো চূড়ান্ত হয়নি। আশা করা যায়, কয়েকদিনের মধ্যেই হত্যার কারণ ও অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

মানববন্ধন : অর্ণব সরকার খুলনার বেসরকারি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেছিলেন। মাস্টার্সে ভর্তি হয়েছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ে। রোববার বেলা ১২টার দিকে নগরের তেঁতুলতলা এলাকায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্ণব হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে। মানববন্ধন থেকে অর্ণব হত্যার ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশ্মীরে দুপক্ষের মধ্যে আবারও গোলাগুলি

সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত ​​বইবে : বিলাওয়াল ভুট্টো

গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুরও করলেন

আবহাওয়া নিয়ে ঢাকাবাসীর জন্য কোনো ভালো খবর নেই

ভারতের বিষয়ে সৌদি আরবকে জানাল পাকিস্তান

এক বাইকে ঘুরতে বের হয় ৩ বন্ধু, পথে প্রাণ গেল একজনের

কুয়েটের ভিসি-প্রোভিসিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

পহেলগামে হামলা / ঘটনার ১০ মিনিট পরই কীভাবে মামলা হলো, বাড়ছে সন্দেহ

সীমান্তে বিজিবি-বিএসএফ সাক্ষাৎ, জিরো লাইন পরিদর্শন 

২৬ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

যুদ্ধের শঙ্কায় ‘অপারেশন রুমে’ ব্যস্ত পাকিস্তান

১১

ভারত-পাকিস্তান সংকটে ট্রাম্প কি হস্তক্ষেপ করবেন?

১২

কাশ্মীর ইস্যুতে ইরানকে পাশে চাইছে পাকিস্তান

১৩

২৬ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১৪

কুমিল্লায় শক্তি প্রদর্শনে কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া, আটক ৩

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

গাজায় নির্বিচারে হামলার সবশেষ অবস্থা

১৭

কুমিল্লায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ইমাম আটক

১৮

প্রশাসনে আ. লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়েছে: আসাদুজ্জামান রিপন

১৯

অস্ত্র ও জাল টাকাসহ ৩ ডাকাত আটক

২০
X