জবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১২:১২ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রশিবির সেক্রেটারিকে হেনস্তা, জবির রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর নিন্দা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর লোগো। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর লোগো। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলামের ওপর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিনের হামলা চেষ্টা ও হেনস্থার ঘটনার নিন্দা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠন।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে এ নিন্দা জানান জবি ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র আন্দোলন।

দুঃখ প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলামের ওপর অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় অন্যান্য ছাত্রসংগঠনের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে একত্রে মিলেমিশে কাজ করায় বিশ্বাসী। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটে এই ব্যাপারে নেতাকর্মীদের প্রতিও আহ্বান জানানো হলো।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, এ ধরনের হামলার মনোভাব বিপ্লব পরবর্তী সময়ে একটি অশনিসংকেত। সবাইকে মনে রাখতে হবে আমরা একসঙ্গে বিপ্লবে নেমেছিলাম। আমি এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন জবিয়ান হিসেবেও এই ব্যাপারটা আমাদের ভালো লাগেনি। আমরা চাই দেশের সব প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংগঠনগুলো দেশ গঠনে এগিয়ে আসুক। যদি তারা এটা বুঝতে পারে না, আমরাও শক্ত অবস্থানে যাবো।

ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান আশিক বলেন, জবির যে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার ওপরে যে কোনো কলেজের শিক্ষার্থীদের হামলা এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে অপমানজনক। আমরা চাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা এর সঙ্গে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। দল থেকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন পরবর্তীতে এ ধরনের কাজ কেউ করার সাহস না পায়। আমরা রাজনীতিক সবস্থানের পক্ষে। কোনো ধরনের হামলা ফ্যাসিষ্টদের পুরনো আচরণ সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। এবং যারা এ ধরনের কাজ করেছে তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

প্রসঙ্গত, শনিবার বিকেলে সূত্রাপুর থানায় স্থানীয় নাগরিকদের নিয়ে একটি সভা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারিকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে হট্টগোল সৃষ্টি করেন সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন। এ সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ার ভাঙচুর করতে থাকেন ও মারতে তেড়ে যান। পরে পুলিশ ব্যারিকেড দিয়ে জবি শাখা ছাত্রশিবির সেক্রেটারিকে রিয়াজুল ইসলামকে সরিয়ে ওসির কক্ষে নিয়ে আসেন। পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে শাখা ছাত্রশিবির সেক্রেটারির কাছে ক্ষমা চান তিনি। তবে এই সংবাদ প্রকাশ হবার পরে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি নিজ ফেসবুক আইডিতে লেখেন ক্ষমা চাওয়ার নিউজ টা মিথ্যা ও বানোয়াট। ছাত্রদল কখনও অন্যায় ও অসত্যের কাছে মাথা নত করে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদী রক্ষায় চার সচিবসহ ১১ জনকে বেলার আইনি নোটিশ

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণে সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি

রাখাইনের জন্য ‘মানবিক করিডোর’ হবে ঝুঁকিপূর্ণ : ১২ দলীয় জোট

মানবিক করিডোর নিয়ে সরকারের একক সিদ্ধান্ত অপরিণামদর্শী : রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভবনে নকশাবহির্ভূত রেস্তোরাঁ / ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণায় সংকটে শত শত রেস্তোরাঁ 

‘অব্যবস্থাপনার জন্য নদী-নালা, খাল-বিল দূষণ ও ভরাট হচ্ছে’

পরমাণু ছাড়াও আরেক ভয়াবহ সংকটের মুখে ভারত-পাকিস্তান

স্টারলিংককে কাজ শুরুর লাইসেন্স হস্তান্তর করল বিটিআরসি

বাংলাদেশ নিওনেটাল ফোরামের নতুন কমিটি গঠন

সিরাজগঞ্জে অবৈধ শিশু খাদ্য তৈরির কারখানা সিলগালা

১০

ভোট দিতেই মানুষ হাসিনাকে বিতাড়িত করেছে : আমিনুল হক

১১

শক্তিশালী ব্যালেন্স শিট প্রবৃদ্ধিসহ ২০২৪ সালে ব্র্যাক ব্যাংকের উল্লেখযোগ্য সাফল্য

১২

গাজায় ‘লাইভ স্ট্রিমিং করে’ গণহত্যা চালিয়েছে ইসরায়েল : অ্যামনেস্টি

১৩

শেষ বিকেলে উইকেট হারানোর আক্ষেপ সাদমানের

১৪

রিকশাভাড়া নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৫

কাশ্মীর হামলা / আকাশে থাকা পর্যটকের ক্যামেরায় হামলার দৃশ্য, দিলেন চাঞ্চল্যকর তথ্য

১৬

প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদের যৌথ কর্তৃত্ব চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

১৭

যেসব সভা-সমাবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণ বন্ধের নির্দেশ

১৮

বিশ্বসভায় বাংলাদেশ ও বাঙালির জয়গান

১৯

নিষেধাজ্ঞার পর ফেসবুকে মুখ খুললেন হৃদয়

২০
X