পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:৩২ এএম
অনলাইন সংস্করণ

পাবিপ্রবি ছাত্রদলের ৫ কর্মীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা

মারধরে জড়িতদের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
মারধরে জড়িতদের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থীকে হলের রুমে ঢুকে মারধর করার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পাঁচ কর্মীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে হল প্রশাসন।

এর মধ্যে ছাত্রদল কর্মী ওমর ফারুককে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শিহাব এবং ইমন হলে অবৈধভাবে থাকার কারণে তাদেরকে শনিবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে। ছাত্রদল কর্মী সৈকত এবং জাকির আবাসিক শিক্ষার্থী না হওয়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় হল ফটকে মারধরে জড়িতদের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী সামনে হল প্রভোস্ট অধ্যাপক ড. আমিরুল ইসলাম মীরু, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হকসহ উপস্থিত শিক্ষকরা এ সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষার্থীদের সামনে হল প্রভোস্ট অধ্যাপক ড. আমিরুল ইসলাম মীরু বলেন, আমরা সাময়িকভাবে অভিযোগ পাওয়া পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আগামীকাল ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ দিলে তদন্ত কমিটি করা হবে। এর মধ্যে ওমর ফারুক হলের আবাসিক শিক্ষার্থী হওয়াতে ওকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে কি না সেটা তদন্ত কমিটি দেখবেন। শিহাব অবৈধভাবে কেন হলে ছিল সেটাও তদন্ত করা হবে। ইমন গনরুমে থাকত, তাকে আপাতত গনরুম থেকে নামার নির্দেশ দেওয়া হয়েছে। সৈকত এবং জাকির আবাসিক শিক্ষার্থী না হওয়া সত্বেও কেন হলে এসে মারামারি করলো সেটা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিবেন। এর বাইরে অজ্ঞাত নামা দুইজন শিক্ষার্থী আছে যাদের আমরা খুঁজে বের করব।

এর আগে, দুপুর ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫২৬ নাম্বার রুমে ঢুকে পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুরাদ হাসানকে মারধর করেন ছাত্রদল কর্মী সৈকত, শিহাব, ইমন, ওমর ফারুক ও জাকির। এরা সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক একরামুল ইসলাম লিমনের অনুসারী। এই ঘটনা জানার পরই হলের সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীর বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এরপরই হল প্রশাসন, প্রক্টরিয়াল বডি এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের টিম ভুক্তভোগী এবং অভিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্সায় খেলার জন্য বড় ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রাশফোর্ড

কারাগারের ৭০০ আসামি এখনো পলাতক : স্বরাষ্ট্র উপদেষ্টা

হ্যাটট্রিক করে রোনালদোর রেকর্ডে চোখ এমবাপ্পের

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার সফিউল্লাহ আর নেই

প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে সব প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে : ইসি সানাউল্লাহ

সরাসরি ফ্লাইট চলবে বাংলাদেশ-পাকিস্তানে

গাছে ঝুলছে ঝুরি ঝুরি স্বর্ণলতা

‘যুদ্ধের ডাক’ দিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, নিহত ৩

ব্যতিক্রম ট্রাম্প, সবার আগে সৌদি আরবকে গুরুত্ব

ডিএমটিসিএলের দুঃখ প্রকাশ

১০

আজকের দিনটি দম্পতিদের

১১

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নামল ৮ ডিগ্রির ঘরে

১২

বয়ফ্রেন্ডকে ভিডিও কলে রেখে জবি ছাত্রীর আত্মহত্যা

১৩

দাবানলের এখনকার অবস্থা  

১৪

কুয়াশার দাপটে কুড়িগ্রামে জনজীবন স্থবির 

১৫

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১৬

পোষ মেনেছে বন্য শজারু

১৭

মির্জা ফখরুলের জন্মদিন আজ

১৮

আজ ভাগ্যে কী আছে, জেনে নিন রাশিফলে

১৯

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে

২০
X