বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় শাখার ১৫ সদস্যের সেক্রেটারিয়েট কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে শাখা ছাত্রশিবিরের সভাপতি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করে সংগঠনটি।
২০২৫ সেশনের সেক্রেটারিয়েটের তালিকায় অফিস ও প্রচার সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মো. রাকিবুল ইসলাম, শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন, দাওয়াহ সম্পাদক পদে মশিউর রহমান, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে মো. রাকিবুল হাসান, ছাত্রকল্যাণ সম্পাদক পদে মো. তৌহিদ হোসেন, বিজ্ঞান সম্পাদক পদে মো. তৌফিক হুসাইন, আন্তর্জাতিক সম্পাদক পদে মাহদী হাসান জিহাদ, গবেষণা সম্পাদক পদে আরিফুল ইসলাম, প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক পদে মো. সাফায়েত মীর, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম, ছাত্র অধিকার সম্পাদক পদে মো. রাকিব হোসেন, সাহিত্য, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক পদে মো. মাহাদী হাসান, মানবাধিকার সম্পাদক পদে মো. রায়হান উদ্দীন, তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে আলী আহম্মদের নাম ঘোষণা করা হয়।
এর আগে গত ৩ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের কমিটিতে সভাপতি হিসেবে মুহিবুর রহমান মুহিব এবং সেক্রেটারি হিসেবে মুস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করা হয়।
কমিটির বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান বলেন, আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির বাইরে যারা আছেন তারা আমাদের কর্মী হিসেবে কাজ করবেন। আপাতত আমাদের হল কমিটি দেওয়ার বিষয়ে কোনো চিন্তাভাবনা নেই। তবে প্রয়োজনের স্বার্থে জুন-জুলাই মাসে কমিটি বর্ধিত হতে পারে।
মন্তব্য করুন