নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার নেতা শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ। পরে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠান আদালত।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে শরিফুল নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশি হেফাজতে নিয়ে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হলে তাকে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বরিশাল কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
শরিফুল বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ক্যাম্পাসে ছাত্রলীগের কোনো কমিটি না থাকলেও ছাত্রলীগের সব কার্যক্রমে নেতৃত্ব দিতেন শরিফুল। ক্যাম্পাসে তিনি ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সূত্রে জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং মহানগরে ছাত্র আন্দোলন চলাকালে শরিফুল শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিলেন। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে শিক্ষার্থীদের ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে শ্লীলতাহানি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বরিশাল কোতোয়ালি ও বন্দর থানায় মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানা যায়। এর আগে পুলিশের ওপর হামলার অভিযোগেও তিনি আটক হয়েছিলেন।
আরও জানা যায়, আওয়ামী সরকারের আমলে সার্জেন্ট মনিরুল ইসলাম ও তার সহকর্মী এক কনস্টেবলকে মারধর করে রক্তাক্ত করেন ছাত্রলীগ নেতা শরিফুল ও তার সঙ্গীরা। তখন তাকে আটক করা হলেও তৎকালীন মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী হওয়ায় বিষয়টি মীমাংসার মাধ্যমে ছাড়া পান তিনি। যদিও তার আগে তিনি বরিশালের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ছিলেন।
মন্তব্য করুন