ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সাত কলেজের পরীক্ষা পেছানোর প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

পরীক্ষার রুটিন পরিবর্তনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
পরীক্ষার রুটিন পরিবর্তনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান অনার্স ও মাস্টার্স পরীক্ষার রুটিন পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে কলেজটির উত্তর ছাত্রাবাসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি নায়েমের গলি হয়ে মিরপুর সড়ক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে থেকে ঘুরে নীলক্ষেত মোড় দিয়ে ঢাকা কলেজের প্রধান ফটকে সমাপ্তি হয়। এ সময় শিক্ষার্থীরা “ঢাবির সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, শিক্ষা নিয়ে টালবাহানা চলবে না চলবে না, সিন্ডিকেটের রুটিন মানি না মানব না, বাহালুলের গদিতে আগুন জ্বালাও একসাথে, শিক্ষা নিয়ে বাণিজ্য-বাণিজ্য চলবে না চলবে না, পরীক্ষা পেছাল কেন? প্রশাসন জবাব চাই” ইত্যাদি স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, আমরা আন্দোলন সংগ্রাম করতে করতে ক্লান্ত-অসুস্থ। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছি, তারা এটি সমাধান করতে হাই-ভোল্টেজ একটি কমিটিও গঠন করেছে। কিন্তু আমাদের এই পরিকল্পনা ব্যাঘাত ঘটাতে একটার পর একটা ইস্যু তৈরি করছে। তারই ফলে এই পরীক্ষার রুটিন পরিবর্তন করেছে।

তিনি আরও বলেন, শুরুতে চার মাসের একটা রুটিন দিলেও আজ তারা আরও দুই মাস পিছিয়েছে। এর মানে তারা মনে করে একমাত্র তারাই মানুষ, আর সাত কলেজের শিক্ষার্থীরা কিছুই না। আমরা এই রুটিন বয়কট করলাম। সেই সঙ্গে আগামী ৩১ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস ঘেরাও করব।

আবিদ হাসান নামে আরেক শিক্ষার্থী বলেন, ঢাবি আমাদের মূল্যায়ন না করলেও আমরা তাদের মূল্যায়ন করি। কিছুদিন পর আমাদের সাত কলেজের ক্যাম্পাসে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। যদি এই রুটিন সংশোধন না করে তাহলে সাত কলেজের ক্যাম্পাসে ঢাবির ভর্তি পরীক্ষা হতে দেওয়া হবে না।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নিয়ন্ত্রক অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত ২০২৩ সালের ১ম ও ২য় বর্ষ অনার্স, মাস্টার্স শেষ পর্ব নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন এবং ২০২০ সনের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম, ২য় ও ৩য় বর্ষ (সমন্বিত) পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়।

পরিবর্তিত সময়সূচি

২০২৩ সালের ১ম বর্ষ সম্মান নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নের পূর্ব ঘোষিত তারিখ ০৩/০২/২০২৫ এর পরিবর্তে ০২/০২/২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের ২য় বর্ষ সম্মান নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন ১১/০২/২০২৫ তারিখের পরীক্ষাটি দুই মাস পিছিয়ে ২৪/০৪/২০২৫ তারিখ সাড়ে ১২টায় হবে। ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্বের ২৮/০১/২০২৫ এর পরিবর্তে ১১/০৩/২০২৫ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম, ২য় ও ৩য় বর্ষ (সমন্বিত) ২৮/০১/২০২৫ এর পরিবর্তে ০২/০২/২০২৫, ০৩/০২/২০২৫ এর পরিবর্তন হয়ে ০৮/০২/২০২৫ এবং ১১/০২/২০২৫ এর পরীক্ষা ১৫/০২/২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে আজহারীর মাহফিল উপলক্ষে ঠাঁই নেই কোনো হোটেলে

ড. ইউনূসকে নিয়ে ‘ইন্ডিয়াডটকমে’র সংবাদের প্রতিবাদ

কোকোর কবরে বিএনপি নেতা জনির শ্রদ্ধা

ববি ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার

‘আ. লীগ ভোটে অংশ নিতে পারবে কিনা, বিচার করবে জনগণ’

মঞ্চে বসা নিয়ে কোন্দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ভারতে আজানা রোগের হানা, ১৭ জনের মৃত্যু

‘আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে’

নিজেদের অবস্থান জানালেন আসিফ নজরুল 

অপরাধ দমনে খুলনা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ যশোর জেলা পুলিশ

১০

গোপনে আপনার ফেসবুক প্রোফাইল কারা দেখছে, জানা যায় কি

১১

‘শিক্ষকদের প্রথম শ্রেণিতে অন্তর্ভুক্ত করতে হবে’

১২

দীর্ঘ ত্যাগের বিনিময়ে স্বৈরশাসকের পতন হয়েছে : ডা. রফিক 

১৩

ফরিদপুরে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

১৪

আন্দোলনরত শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা

১৫

বান্দরবান সীমান্তে পর পর দুটি মাইন বিস্ফোরণ

১৬

মুজিব আর জিয়া এক জিনিস নয় : দুদু

১৭

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু

১৮

গুলি কেন, আর কোনো শব্দেই ঘুম ভাঙেনি শহীদ রিয়াজের

১৯

‘বাংলার মাটিতে প্রত্যেকটি খুন, গুম ও অপকর্মের বিচার হতে হবে’

২০
X