কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কর্ণপাড়া মাদ্রাসায় মহাসম্মেলন অনুষ্ঠিত

জামিয়া ইসলামিয়া দারুল উলুম দাওরায়ে হাদিসের এক দশক পূর্তি উপলক্ষে ইসলামি মহাসম্মেলন। ছবি : সংগৃহীত
জামিয়া ইসলামিয়া দারুল উলুম দাওরায়ে হাদিসের এক দশক পূর্তি উপলক্ষে ইসলামি মহাসম্মেলন। ছবি : সংগৃহীত

দেশের ঐতিহ্যবাহী দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠান কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম দাওরায়ে হাদিসের এক দশক পূর্তি উপলক্ষে এক ইসলামি মহাসম্মেলন অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সাভারে বেলা ১১টা থেকে রাত ১টা পর্যন্ত কর্ণপাড়া জামিয়া সংলগ্ন বিশাল মাঠে আয়োজিত এ সম্মেলনে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম ও ইসলামি ব্যক্তিত্ব এবং ধর্মপ্রাণ মুসলিম জনতার প্রাণবন্ত উপস্থিতিতে পরিপূর্ণ ছিল। মহাসম্মেলনে হিফজুল কোরআন, দাওরায়ে হাদিস ও ইফতা সমাপনকারী ১৫৬ জন ফারেগীন শিক্ষার্থীকে দস্তারে ফজিলত প্রদান করা হয়।

এতে জামিয়ার মুহতামিম মাওলানা মুহিউদ্দিন রাব্বানীর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে নসিহত পেশ করেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। বিশেষ মেহমান হিসেবে নসিহত পেশ করেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, অত্র জামিয়ার নায়েবে মুহতামিম ও হেফাজতের কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, উত্তরাস্থ জামিআতুল মানহালের উস্তাযুল হাদিস মুফতি আদনান মাসঊদ এবং সাভারস্থ আনন্দপুর মাদরাসার শাইখুল হাদিস মাওলানা সাঈদ আহমাদ লাকসামী।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক, ঢাকা-১৯ এর সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাহ উদ্দীন বাবু, কর্ণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি রহমত উল্লাহ, আদ্দুস সাত্তার ও মোতোয়ালি আলহাজ নূরুল ইসলাম।

সম্মেলনে মুফতি আহসান মাহবুব ও মুফতি আলী আকরামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কর্ণপাড়া জামে মসজিদের সভাপতি রহমত উল্লাহ। তিনি বলেন, আজকে কর্ণপাড়াবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই জামিয়া আমাদের জন্য আল্লাহর অশেষ দয়া ও রহমত। আজ আমরা জামিয়ার দাওরায়ে হাদিসের একদশক পূর্তির মহেন্দী ক্ষণে দাঁড়িয়েছি। যা আমাদের জন্য অনেক বড় নেয়ামত। মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর যোগ্য নেতৃত্বে এই জামিয়া থেকে অসংখ্য আলেম ও মুফতী বেরিয়ে এসে দ্বিনি খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমি সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জামিয়ার বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, উপস্থিত দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও জাতীয় নেতৃবৃন্দ, আমন্ত্রিত অথিতিবৃন্দ এবং এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকলকে আন্তরিক মুবারকবাদ ও অফুরন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। দোয়া করি, আল্লাহ জামিয়াকে উত্তরোত্তর সমৃদ্ধ করে কিয়ামত পর্যন্ত কবুল করুন এবং জামিয়াকে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিক। একইসঙ্গে কর্ণপাড়া জামিয়ার উন্নয়ন কার্যক্রমে সকলের দোয়া ও বিশেষ সহযোগিতা কামনা করছি। পাশাপাশি দ্বিনি এই বিদ্যাপীঠ ইসলামি খেদমতে আরও বিস্তৃত লাভ করুক, সেই আশাবাদ ব্যক্ত করে শুভ কামনা জানাচ্ছি।

প্রধান অতিথি হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান বলেন, কর্ণপাড়া জামিয়ার মতো প্রতিষ্ঠানগুলো আমাদের দ্বিনের দুর্গ। এখান থেকে আল্লাহর অশেষ কৃপা ও করুণায় যোগ্য আলেম ও মুফতী তৈরি হচ্ছে। যারা দেশে-বিদেশে ইসলামের দাওয়াত এবং সেবায় অগ্রণী ভূমিকা পালন করছেন। আজকে কর্ণপাড়ার এই ইসলামি মহা-সম্মেলন নতুন প্রজন্মকে দ্বিনের পথে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

তিনি সীমান্তে ভারতীয় আগ্রাসন এবং নিরীহ বাংলাদেশি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। সীমান্তে বারবার ভারত আগ্রাসন চালিয়ে আমাদের দেশকে অবমাননা করছে। যা কোনোভাবেই বরদাশত করা যায় না। সরকারের উচিত, এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। একইসঙ্গে বাজার নিয়ন্ত্রণ করে নিত্যপণ্যের মূল্য হ্রাস এবং সাধারণ মানুষের কষ্ট লাঘবেও মনোযোগী হওয়া উচিত। আজ গরিব অসহায় মানুষের জীবন-যাপন কঠিন হয়ে পড়েছে। আল্লাহর বিধান মেনে উলামায়ে কেরামের পরামর্শে দেশ পরিচালনা করুন। তাহলে দেশে শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি এবং বরকত বৃদ্ধি পাবে।

তিনি কওমি মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে আরও বলেন, কওমি মাদ্রাসাগুলো দ্বীন রক্ষার দুর্গ হিসেবে কাজ করছে। যতদিন এদেশে কওমি মাদ্রাসা থাকবে, ততদিন ইসলামবিরোধী কোনো শক্তি এ দেশে টিকে থাকতে পারবে না। আমি সরকারের প্রতি আহ্বান জানাই, আলেমদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন এবং তাদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করুন। আলেমদের প্রতি জুলুমের কারণে অতীতেও অনেক সরকার ভয়াবহ পরিণাম ভোগ করেছে।

জামিয়ার মুহতামীম মাওলানা মুহিউদ্দীন রাব্বানী সভাপতির বক্তব্যে বলেন, দাওরায়ে হাদিসের দশক পূর্তির এই স্মরণীয় মুহূর্তে আমরা আনন্দিত এবং গর্বিত। এই জামিয়ার মাধ্যমে আল্লাহ অসংখ্য আলেম তৈরি করেছেন। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের দায়িত্ব হলো, দ্বিনের পথে অটুট থেকে ইসলামের সেবায় আত্মনিয়োগ করা।

তিনি কাদিয়ানিদের সালানা জলসা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, কাদিয়ানিদের জলসা এই মুসলিম প্রধান দেশে কখনোই বরদাশত করা হবে না। মুসলিম পরিচয়ে তাদের ধোঁকা দেওয়ার অপচেষ্টা এখনই বন্ধ করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার তাদের সালানা জলসাকে কেন্দ্র করে আলেম উলামা ও তৌহিদি জনতার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছিল। এখনো সে সকল মামলা প্রত্যাহার করা হয়নি। সরকারের উচিত অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং কাদিয়ানীদের সকল অপতৎপরতা বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যদি সরকার এসব বিষয়ে গড়িমসি করে, তাহলে দেশের ইসলামপ্রিয় জনগণ কঠোর অবস্থান নিতে বাধ্য হবেন।

উপস্থিত বক্তাগণ জামিয়ার দাওরায়ে হাদিসের এক দশক পূর্তির সফলতা ও তার দ্বিনি খেদমতের প্রশংসা করে তারা বলেন, দেশের ইসলামি শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ প্রসারে এই জামিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সম্মেলনের মাধ্যমে দ্বিনি শিক্ষার প্রসার বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মুসলিম উম্মাহর ইমান আক্বিদা হেফাজতে আমাদেরকে সব সমশ ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। একজন মুসলিম হিসেবে দ্বিনি যে কোনো তাগাদায় নিজেদেরকে আল্লাহর পথে বিলিয়ে সর্বোচ্চ অবদান রাখার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। এছাড়া ধর্মীয় সকল কাজে বিজ্ঞ হাক্কানি আলেম উলামা থেকে পরামর্শ নিয়ে তা আঞ্জাম দেওয়ার জন্য তারা উদাত্ত আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়ে যায়নি : মজনু

সৌদি যুবরাজকে ট্রাম্পের ফোন, যা আলোচনা হলো

বিদ্যুৎ প্রকল্পে অতিরিক্ত ৩ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

দূষণ বিরোধী অভিযানে প্রায় ৮ কোটি টাকা জরিমানা

‘না ডাকলে সীমান্তের শূন্য রেখায় কেউ যাবেন না’

সিলেটকে হারিয়ে টেবিলের চার নম্বরে খুলনা

গণফোরাম থেকে মহিউদ্দিন আবদুল কাদিরের পদত্যাগ

চোখের জলে বিদায় নিলেন ৬ শিক্ষক

বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

তুরস্কের চিকিৎসক দলের অর্থায়নে ২৫শ শিশুর সুন্নতে খতনা

১০

ক্লাবের পর আশ্বাস পেলেন ক্রিকেটাররাও

১১

স্নাতকে ৪-এ ৩.৯৯ পেয়ে প্রথম ঢাবি শিবিরের প্রচার সম্পাদক সাজ্জাদ

১২

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / ৩ লাখ মানুষের চিকিৎসায় ৪ ডাক্তার

১৩

সিলেটে বইয়ের জন্য শিশু শিক্ষার্থীদের হাহাকার

১৪

মার্কিন নাগরিকত্বের জন্য ভারতীয় নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক

১৫

‘জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজির মূলোৎপাটন করবে’

১৬

রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৭

সারা দেশে বৈঠক ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

১৮

‘জিয়াউর রহমান কৃষিকে লাভবান পেশা হিসেবে গড়ে তুলেছিলেন’

১৯

‘তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম’

২০
X