ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের এএফ মুজিবুর রহমান গণিত ভবন সংলগ্ন এক গাছে লাশটি জনসাধারণের নজরে আসে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান। বর্তমানে লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।
প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে বয়স ৪৫-৫০ হতে পারে। ধারণা করা হচ্ছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই বসবাস করতেন। মৃত ওই ব্যক্তির গায়ে সবুজ রঙের টিশার্ট ও সাদা রঙের কোট এবং পরনে নীল রঙের ট্রাউজার ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ইমামুল ইসলাম নামে এক ঢাবি শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীতে জিমনেসিয়ামের পাশের একটি গাছে সকাল ৯টার দিকে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ পাওয়া যায়।
সিফাতুল্লাহ তাসনিম নামে ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী বলেন, মৃত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে লোকটা ভবঘুরে ছিল এবং এই এলাকায়ই থাকত। তার বয়স আনুমানিক ৪৫ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান গণমাধ্যমকে জানান, সকাল পৌনে ৯টার দিকে তারা খবর পান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীত পাশে ফুটপাতে একটি মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে গাছ থেকে তার মরদেহটি নিচে নামানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে। থাকতেন ওই এলাকার ফুটপাতেই। মানসিক সমস্যাও ছিল তার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের যে কোনো সময় সে ওই গাছের চূড়ায় উঠে গলায় ফাঁস দিয়েছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে মুঠোফোনে কল দিয়ে পাওয়া যায়নি।
মন্তব্য করুন