জবি প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান আইন বিভাগ

পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। ছবি : কালবেলা
পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। ছবি : কালবেলা

‘বিপ্লবত্তোর প্রথম বিতর্ক যুদ্ধ-২০২৫’ শিরোনামে ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ এবং রানার্সআপ হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বিতর্কের ফলাফল ঘোষণা করেন।

অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের সভাপতি নাইমা আক্তার রিতার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. রেজাউল করিম, পিএইচডি বলেন, আমি এই অনুষ্ঠানের আরেকটা নাম দিতে চাই- শিক্ষার্থীদের সফল আন্দোলনোত্তর বিতর্ক প্রতিযোগিতা। ছাত্ররা যেভাবে যুক্তি দিয়ে কথা বলে বিতর্ক করে- আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়, কথা বলতে হয়, সেখানে এই ছাত্ররা থাকলে ভালো হতো।

উপাচার্য আরও বলেন, আজকের এই বিতর্ক আমি খুবই উপভোগ করেছি। আজকের বিতর্কের মোশন ছিল আনুপাতিক হারে নির্বাচন। আমি আশা করি আজকে যারা বিতর্ক করেছে তারা যেন সামনে জাতীয় সংসদে যেতে পারে। আমাদের এমন একটি ব্যবস্থা রাখতে হবে যেখানে যোগ্য যারা তারা যেতে পারে।

তিনি আরও বলেন, আনুপাতিক হারে সংসদ সদস্য হলে মনে হয় ভালো হতো। আমরা আগে যেমনটা দেখেছি পূর্বে যারা সংসদে যায়, তারা শুধু তাদের নেতার স্তুতি গায়। তাই আমি মনে করি, এই বিতর্ক যেন ভবিষ্যতের সংসদ সদস্য হিসেবে গড়ে তোলে।

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, একদিকে প্রকাশনা উৎসব, এদিকে বিতর্ক প্রতিযোগিতা, আরেক দিকে পিঠা উৎসব। এ বিশ্ববিদ্যালয়ই আমরা চাই। এ ধরনের পরিবেশ সম্ভব হয়েছে কারণ চেয়ারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেউ বসা নেই, যারা আছে তারা আমাদেরই ঘরের লোক।

বিতর্কে অংশগ্রহণ করা ২৪ দলের ৭২ বিতার্কিককে আমি আগামী দিনের জন্য প্রস্তুত করতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, কোরআনে আল্লাহ বলছেন, মানুষ হচ্ছে সবচেয়ে বিতর্ক প্রিয়। আমরা বিশ্ববিদ্যালয়ে বিতর্কের পরিবেশ সৃষ্টি করতে চাই।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন, এডিসিএল আইটির ম্যানেজিং ডিরেক্টর আদনান আল-আমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল্লাহ। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদা না পেয়ে নির্মাণাধীন দোকান ভাঙচুরের অভিযোগ

সমন্বয়কের বাড়ির দেয়ালে ‘মরার জন্য প্রস্তুত হ’ লিখে হুমকি

মধুমতীর ভাঙনে বিলীন তিন গ্রামের রাস্তা

‘কোনো কেন্দ্রে একটিও ভোট না পড়া ইলিয়াস আলীর প্রতি সম্মান’

এটি এখন থেকে ‘আমেরিকা উপসাগর’

এসএসসি ১৯৯৮ ফ্রেন্ডস গ্রুপ ফাউন্ডেশন ডে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বিয়ের মেহেদীর রঙ মোছার আগেই প্রাণ গেল রাকিবের

অর্থনীতি, গাজা ও রাশিয়া ইস্যুতে তৎপর ট্রাম্প

সিলেট বারে বিএনপির ভরাডুবি, ৪ নেতাকে শোকজ

যুদ্ধ থামাতে প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

১০

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

১১

কোন দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

১২

‘জয় বাংলা’ আ.লীগের পৈত্রিক সম্পত্তি না : আলাল

১৩

আ.লীগের দুঃশাসন এখনো মনে দাগ কাটে : এ্যানি

১৪

কাদের জীবনে বিপদ আনছেন ট্রাম্প

১৫

ঢাবিতে আবারও আঁকা হলো সিরাজ সিকদারের গ্রাফিতি

১৬

নিশ্চিত থাকেন আমরা আপনাকে সমর্থন করব : ড. ইউনূসকে জার্মান চ্যান্সেলর

১৭

‘আগে গণহত্যার বিচার, পরে আ. লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন’

১৮

গুলশান থানার ওসিকে বরখাস্তের প্রতিবাদে বিক্ষোভ

১৯

জুলাই বিপ্লবের কেউ একক কৃতিত্ব দাবি করলে জনগণ ছেড়ে দেবে না : জুয়েল

২০
X