চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা ফেরাতে অডিটের মাধ্যমে আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবগঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে নবগঠিত ট্রাস্টি বোর্ডের প্রথম সভা শেষে এ কথা বলেন তিনি।
মেয়র বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন ও বর্তমান আর্থিক পরিস্থিতির স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি সিএ ফার্মের দ্বারা অডিট করা হবে। এর মাধ্যমে জমা টাকা ও খরচের খাতগুলোর সঠিক হিসাব নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, নতুন উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ না হওয়া পর্যন্ত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির সব কার্যক্রম পরিচালনা করবেন।
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ট্রাস্টি বোর্ডে বর্তমানে ৯ জন সদস্য রয়েছেন। এদের মধ্যে পাঁচজন সক্রিয়ভাবে মিটিংয়ে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে তিনজন সরাসরি ও দুজন অনলাইনে যুক্ত ছিলেন। বোর্ডের বাকি চার সদস্যের মধ্যে একজন সাবেক মেয়র, যিনি মামলার কারণে কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন না। অন্য দুজন সাবেক প্যানেল মেয়র, যারা নেই। তাদের জায়গায় নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য বিভিন্ন কমিটি পুনর্গঠন করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ শহীদুল আলম, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।
মন্তব্য করুন