জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ভাতার বাজেট প্রস্তাবনা তৈরির জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রদান করতে বলা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিনকে আহ্বায়ক এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. শেখ রফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়।
কমিটির অপর সদস্যরা হলেন- প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক ড. কেএএম রিফাত হাসান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহম্মদ আসাদুজ্জামান সাদী।
প্রসঙ্গত, ৩ দফা দাবিতে গত ১২ জানুয়ারি থেকে অনশন কর্মসূচি শুরু করেন জবি শিক্ষার্থীরা। পরদিন বিকালে সচিবালয়ে অনশনে বসেন তারা। এরপর ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আহমেদ শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
পরে, ১৭ জানুয়ারি শাট ডাউন কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।
মন্তব্য করুন