মতিঝিলে আদিবাসী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় আহত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তনচংগা এবং সরকারি তিতুমীর কলেজের একজন শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। গত ১৫ জানুয়ারি মতিঝিলে এ হামলার ঘটনা ঘটে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গিয়ে উপচার্য আহত শিক্ষার্থী, তাদের পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের আগামী পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
উপাচার্যের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী ও আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও সহকারী প্রক্টরাণ গত ১৬ জানুয়ারি রাতেও হাসপাতাল পরিদর্শন করেন এবং আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
মন্তব্য করুন