ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইবি সাংবাদিক সমিতি (ইবিসাস) আয়োজিত সেমিনার অংশগ্রহণ করবেন তিনি। সেমিনারে তিনি প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।
জানা যায়, আগামী শনিবার ইবি সাংবাদিক সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীষর্ক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সকাল ১০টায় সেমিনারটি শুরু হবে।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কোষাধ্যক্ষ ও ইবিসাসের সাবেক সভাপতি ড. হোসাইন আল মামুন।
এ ছাড়া সেমিনারে বিশেষ আলোচক হিসেবে থাকবেন সংগঠনটির সাবেক সহসভাপতি, বাসসের বিশেষ সংবাদদাতা ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে কর্মরত এস এম রাশিদুল ইসলাম। সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িমের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করবেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান।
ইবিসাসের সাধারণ সম্পাদক তাজমুল হক বলেন, সেমিনারটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে জুলাইয়ের চেতনা কীভাবে বাস্তবায়ন করা সম্ভব সে বিষয়ে আমাদের সবার ভূমিকা রাখা প্রয়োজন। বিশেষ করে গণমাধ্যমে ভূমিকা এখানে অগ্রগণ্য। এ সেমিনারে মাধ্যমে ছাত্র-সমাজ একটি সঠিক দিকনির্দেশনা পাবে বলে আমি মনে করি। সবার জন্য সেমিনারটি উন্মুক্ত করা হয়েছে যেন এ নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রায় সবাই শামিল হতে পারে।
মন্তব্য করুন