চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশীয় মদ ও গাজা সেবনরত অবস্থায় দুই শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। এ সময় একজন পালিয়ে গেছেন। আটকদের কাছ থেকে প্রায় এক লিটার দেশীয় মদ এবং গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের (পুরাতন কলা ভবন) পরিত্যক্ত ক্যান্টিন থেকে তাদেরকে আটক করা হয়।
আটক শিক্ষার্থীরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নুর মোহাম্মদ ইমন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আশিকুর রহমান। তবে এর মধ্যে সমাজতত্ত্ব বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ রিমন নিরাপত্তা কর্মীদের দেখে দেওয়াল টপকে পালিয়ে যান।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন কালবেলাকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে প্রক্টরিয়াল বডির নিয়মিত টহলের সময় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের ক্যান্টিন থেকে দুজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। প্রক্টরিয়াল বডি এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদেরকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। তাদের কাছ থেকে প্রায় এক লিটারের মতো বাংলা মদ এবং গাঁজার বড় ধরনের চালান জব্দ করা হয়েছে। একজন শিক্ষার্থী ধরার আগেই পালিয়ে যায়। দুজনকে নিরাপত্তা হেফাজতে নিয়ে আসি।
তিনি আরও বলেন, এটা স্বাভাবিক কোনো সেবন নয় বরং গাঁজার বড় ধরনের চালান। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জীবন ধ্বংস করার এসব উপকরণের ব্যাপারে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে। সেই পরিপ্রেক্ষিতেই আমাদের আজকের এ অভিযান ছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন