বিদ্যমান প্রতিবন্ধকতা ও সংকট দূর করে সুষ্ঠু, নির্বিঘ্ন ও গ্রহণযোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন আয়োজনে ৫ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের হাতে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহসভাপতি মো. মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভ ও সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা ছাত্রদলের ৫ দফা দাবিগুলো হল- বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ সংশোধন করে নিয়মিত ডাকসু এবং হল সংসদসমূহের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম, যেমন- সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এবং সিনেটে নির্বাচিত ছাত্র-প্রতিনিধিদের প্রতিনিধিত্ব থাকার বিধানগুলি সরাসরি অন্তর্ভুক্ত করা; ডাকসু ও হল সংসদসমূহের নির্বাহী কমিটির নির্বাচনের কমপক্ষে ৬০ (ষাট) দিন আগে নিরপেক্ষ সদস্যদের নিয়ে বিদ্যমান সিন্ডিকেট প্রতিস্থাপন করে একটি "অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট" তৈরি করা; ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ঘটে যাওয়া ঘটনার আলোকে, প্রতিটি ভোটারের সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করার জন্য আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনগুলিতে ভোটকেন্দ্র তৈরি করা।
এছাড়া, ডাকসু ও হল সংসদসমূহের নির্বাহী কমিটির নির্বাচনের কমপক্ষে ৩০ (ত্রিশ) দিন আগে ভোটার তালিকা প্রকাশ এবং চূড়ান্ত করা এবং এ বিষয়ে একটি স্বচ্ছ আপিল প্রক্রিয়া রাখা এবং ডাকসু ও হল সংসদসমূহের নির্বাহী কমিটির ইশতেহার, যোগাযোগ এবং নির্বাচনের সংবাদ প্রকাশের জন্য একটি নিবেদিত প্রাণ ডাকসু ওয়েবসাইট এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট তৈরি করা, যাতে করে এ বিষয়ে গুজব কিংবা অপপ্রচার রোধ করা সহজ হয়।
মন্তব্য করুন