ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১২:১৪ এএম
অনলাইন সংস্করণ

গেস্টরুমের পুনরাবৃত্তির প্রতিবাদ ও ডাকসুর রোডম্যাপ দাবি

উপাচার্য বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
উপাচার্য বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

গেস্টরুম সংস্কৃতির বিরুদ্ধে এবং দ্রুত ডাকসুর রোডম্যাপের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে (হল পাড়া) থেকে এ মিছিল শুরু করে ভিসি চত্বরে এসে শেষ করেন তারা। পরে তারা উপাচার্য বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, ডাকসুর রোডম্যাপ’, ‘এক দুই তিন চার, ডাকসু আমার অধিকার’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হলে হলে খবর দে, গেস্টরুমের কবর দে’, ‘অ্যাকশন অ্যাকশন, গণরুমের বিরুদ্ধে’, ‘গণরুম না ডাকসু, ডাকসু ডাকসু’, ‘দালালি না ডাকসু, ডাকসু ডাকসু’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেস্টরুম কালচার ও র‍্যাগিংয়ের নামে আবারও ফ্যাসিজমের পুনরাবৃত্তি ঘটতে দেওয়া হবে না। দ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে তারা বলেন, ডাকসু নির্বাচন ছাড়া শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব নয়। আর অতিদ্রুত ডাকসু গঠনতন্ত্র সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তাই, ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র সহ্য করা হবে না।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী কানিজ বলেন, আমরা এএফআর হলে নতুন করে গেস্টরুম কালচার দেখেছি। এ গেস্টরুম কালচার আর চাই না। আমরা চাই না ছাত্রলীগের নেত্রীদের মতো আর কোনো নেত্রী আসুক, কোনো দল সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে ফায়দা লুটুক। আমরা গেস্টরুম চাই না, ডাকসু চাই। সাধারণ শিক্ষার্থীরা যখন একত্রিত হয়েছেন, তখন কোনো শক্তিকেই আমরা গেস্টরুম ফিরিয়ে আনতে দেব না।

ঢাবি শিক্ষার্থী তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, কেউ গেস্টরুম নিক বা না নিক, অপসংস্কৃতি বলি আর যাই বলি, সমাধান কিন্তু একটাই! ডাকসু। যতক্ষণ পর্যন্ত রুট চিনতে ভুল করবেন, ততক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলোর কোনো সল্যুশন বের করতে পারবেন না। ক্যাম্পাসে সব শিক্ষার্থীদের সমস্যার সমাধান হতে পারে ডাকসু। নিজেদের অধিকার বুঝে নেন। নিতে হবে। কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না।

আব্দুর রহমান আল ফাহাদ বলেন, দুঃখজনক হলেও সত্য, একটি রাজনৈতিক শক্তি শিক্ষার্থীদের গণরুম-গেস্টরুমে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা তাদের বলতে চাই, আমরা কোনোভাবেই তা হতে দেব না। আমরা ডাকসু নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।

এদিকে, অবস্থান কর্মসূচি চলাকালে ভিসি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রক্টর ড. সাইফুদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ কথা বলেন।

এরপর রাত পৌনে ১০টায় গণমাধ্যমকে তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, আজকের আলোচনার পরে আমাদের ডাকসুকেন্দ্রিক হতাশা আরও বেড়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু ছাত্র সংগঠন থেকে ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীরা কোনো ধরনের সংগঠনে সরাসরি যুক্ত না। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ গুটিকয়েক ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনা করে ডাকসুকেন্দ্রিক সিদ্ধান্ত নিচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়েই এই কেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করব।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেন, আগামীকালের মধ্যে ডাকসুর অগ্রগতি নিয়ে আমাদেরকে একটি আপডেট জানানো হবে।

প্রসঙ্গত, সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হচ্ছেন এবং তাদের পরিচয় নিচ্ছেন, এমন একটি অডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে অনেক শিক্ষার্থীই ছাত্রলীগের সময়কার গেস্টরুম কালচারের প্রাথমিক ধাপের সাথে তুলনা করে সমালোচনা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএনও অফিসে চুরি, সহকারী প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

‘সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে অসম চুক্তির সমস্যাগুলো সমাধান করা হবে’

সহকারী সচিব হলেন ৫৯ কর্মকর্তা

সমুদ্রসৈকতে ভেসে আসছে রহস্যজনক গোল বস্তু

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে মা-মেয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন : চসিক মেয়র

‘শেখ হাসিনা আসবে, জয় বাংলা’ বলে তোপের মুখে ছাত্রলীগ নেত্রী

জনগণ সুযোগ পেলেই বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে : হারুনুর রশিদ 

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা দরকার : মীর সপু

১০

২০১৮ সালের নির্বাচন / ডিসি রাজি না হওয়ায় রাতের ভোট হয়নি একমাত্র চাঁপাইনবাবগঞ্জে

১১

বিএনপি-যুবদলের সংঘর্ষ, দলীয় কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৪

১২

মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পেলেন সাবেক এমপি অভি

১৩

মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়েতে বাধ্য করা হয় যেখানে

১৪

আবার কি বার্সার জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন মেসি?

১৫

ফের সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন

১৬

শাট ডাউনে জবিতে বন্ধ ক্লাস-পরীক্ষা

১৭

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর আটক

১৮

ছাত্রলীগ নেত্রী নিশি ২ দিনের রিমান্ডে 

১৯

টিউলিপকে পদত্যাগের আহ্বান আন্তর্জাতিক সংস্থাগুলোর

২০
X