জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে একাত্মতা জানিয়ে আন্দোলন সফল না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকবে বলে জানিয়েছে জবি শিক্ষক সমিতি।
সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষক সমিতি শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে। এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে। শিক্ষক সমিতি মনে করে সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসনসহ অন্যান্য সুযোগ-সুবিধাপ্রাপ্ত হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক্ষেত্রে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বৈষম্য।
জবি শিক্ষার্থীদের প্রতি এ বৈষম্য দূরীকরণে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো অবিলম্বে পূরণের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। এ ছাড়া অসুস্থ শিক্ষার্থীদের যাবতীয় ব্যয়ভার বহনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান শিক্ষক সমিতি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক রইছ বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষক সমিতি তাদের পাশে থাকবে। এ আন্দোলনই যেন শিক্ষার্থীদের শেষ আন্দোলন হয়। তাদের দাবি যেন মেনে নেওয়া হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মূল দাবিগুলো হলো- ২য় ক্যাম্পাসকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসনের ব্যবস্থা এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০% শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান, পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু ও সম্পন্ন করা। এসব দাবি আদায়ের লক্ষ্যে গত রোববার সকাল থেকে অনশনে বসেছেন জবি শিক্ষার্থীরা।
মন্তব্য করুন