তিন দফা দাবি নিয়ে জবির শহীদ সাজিদ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে গেটের সামনে অনশন করছেন শিক্ষার্থীরা। এ সময় ভবনের গেটে প্লাকার্ডে লেখা ছিল ‘শাটডাউন’।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে শিক্ষার্থীরা ভবনে প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে অনশনে বসেছেন একদল প্রতিবাদী শিক্ষার্থী।
তারা শিক্ষার্থী-শিক্ষক, কর্মচারী কাউকেই ভবনের ভেতরে ঢুকতে দিচ্ছেন না। জবির প্রক্টর তাজাম্মুল হক এসে তাদের সঙ্গে কথা বলে শুধু শিক্ষকদের ভেতরে প্রবেশ করতে দিতে বললেও অনশনরত শিক্ষার্থীরা তা শোনেননি।
জবির ২০২০-২১ সেশনের অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের শিক্ষার্থী আতাউল্লাহ আল আহাদ বলেন, সাধারণ শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিরসন ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবেই চলবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা একাডেমিক ভবনের গেট ছাড়ব না। দল-মত-জাতি নির্বিশেষে সবাইকে এই আন্দোলনে অংশগ্রহণের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, যে তিন দাবি নিয়ে জবির শিক্ষার্থীরা গতকাল অনশন শুরু করেছে। ইতিমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে অন্তত ১৪ শিক্ষার্থী। শিক্ষার্থীরা দাবিসংশ্লিষ্ট চার দপ্তরের প্রতিনিধি ছাড়া অনশন ভাঙবেন না বলে জানান।
তাদের দাবিগুলো হলো—২য় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করা; শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা; অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে।
মন্তব্য করুন