জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে রোববার সকাল থেকে চলা গণঅনশনে এখন পর্যন্ত ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এবার গণঅনশনে সমর্থন ও অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের দেখতে হল থেকে বেরিয়ে এসেছেন শতাধিক ছাত্রী।
রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে অনশন স্থলে এসে অবস্থান নেন।
ইসলামিক স্টাডিজ বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী সূচী বলেন, আমরা হল থেকে বের হয়েছি এখানে এসে বসব বলো। আমাদের ভাইয়েরা যেহেতু এখানে আছেন, আমরাও এক ঘণ্টা, দুই ঘণ্টা কিংবা তিন ঘণ্টা এখানে থাকব।
ইংরেজি বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী মহাশ্বেতা রায় মিতু বলেন, আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ার পক্ষে। আমরা আমাদের ভাইদের অনশনকে সমর্থন জানাতে এখানে এসেছি।
ইসলামিক স্টাডিজ বিভাগের ১৪ ব্যাচের রিতা বলেন, যখন একেক করে আমার ভাইয়েরা অসুস্থ হয়ে পড়েছেন, তখন আমরা বসে থাকতে পারি না। তই হল থেকে বের হয়ে আমাদের ভাইদের দেখতে এসেছি।
এদিকে রোববার (১২ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে অনশন চলা অবস্থায় ছয়জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
মন্তব্য করুন