ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৫:৫৯ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা কলেজের উপাধ্যক্ষের রুমে তালা

ঢাকা কলেজের উপাধ্যক্ষের রুমে তালা। ছবি : কালবেলা
ঢাকা কলেজের উপাধ্যক্ষের রুমে তালা। ছবি : কালবেলা

রাজধানীর তিতুমীর কলেজের এক অধ্যাপককে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে উপাধ্যক্ষের রুমে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (১২ জানুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে উপাধ্যক্ষের রুমে তালা ঝোলান শিক্ষার্থীরা। এর আগে বিকাল তিনটা থেকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে থাকেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘নিয়োগ নিয়ে বাণিজ্য চলবে না চলবে না’; ‘সিন্ডিকেট না শিক্ষা? শিক্ষা শিক্ষা’; ‘অবৈধ ভাইস প্রিন্সিপাল মানি না মানব না’; ‘সিন্ডিকেটের গদিতে আগুন জ্বালাও একসাথে’; ‘প্রহসন না শিক্ষা? শিক্ষা শিক্ষা?’ ইত্যাদি স্লোগান দেন।

জানা গেছে, গত ৯ জানুয়ারি সরকারি কলেজ-২ এর উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগের অধ্যাপক নাসিমা আক্তার চৌধুরী (৪০১০) ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে কার্যকর হবে।

এ প্রসঙ্গে ঢাকা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের (২০২২-২৩) সেশনের শিক্ষার্থী সৈয়দ আব্দুল্লাহ ফাহাদ বলেন, বাইরে থেকে ভাইস প্রিন্সিপাল নিয়োগ দেওয়ায় আমরা তার রুমে তালা দিয়েছি। গত ৫ আগস্টের পর ঘোষণা দেওয়া হয়েছিল প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে যোগ্য এবং ঢাকা কলেজ থেকে নেওয়া হবে। কিন্তু প্রিন্সিপাল ঢাকা কলেজ থেকে নিয়োগ দেওয়া হলেও গত দুই মাসে দুটি ভাইস প্রিন্সিপাল বাইরে থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য আজ থেকে আমরা শিক্ষা উপদেষ্টাকে ঢাকা কলেজে অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভাইস প্রিন্সিপাল যদি ঢাকা কলেজ থেকে নিয়োগ না দেওয়া হয় তাহলে আমরা শিক্ষা উপদেষ্টার বাসভবন ঘেরাও করার কর্মসূচি ঘোষণা দেব। আমাদের দাবি না মানা পর্যন্ত এই ক্যাম্পাসে আর কখনো শিক্ষা উপদেষ্টা ঢুকতে পারবেন না।

শিক্ষার্থী মো. ওমায়ের বলেন, মাত্র ৭ দিনের জন্য তিতুমীর কলেজ থেকে এক শিক্ষককে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে কেন নিয়োগ দেওয়া হলো? ঢাকা কলেজে কি শিক্ষকের অভাব পড়েছে? আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস কালবেলাকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাইলে সাত বা একদিনের জন্যও নিয়োগ দিতে পারে। এটা সম্মানের ক্ষেত্রে দিয়ে থাকে। আমাদের কলেজে এর আগে একদিনের জন্যও প্রিন্সিপাল দায়িত্ব পালনের ইতিহাস রয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম করতে গেলে পরিকল্পনার কিছু বিষয় থাকে যা এত কম সময়ে সম্ভব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

মোবাইল ও ইন্টারনেট সেবায় শুল্ক না কমালে সচিবালয় ঘেরাওয়ের হুমকি

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তার ২

‘ভিসির বাংলোয় ঠাঁই চাই’ কর্মসূচি ঘোষণা ঢাবি ছাত্রীদের

লিটন-তামিম ঝড়ে বিপিএলে রেকর্ডবুক তছনছ ঢাকার

রাবির চার হল থেকে অর্ধ-পোড়ানো কোরআন উদ্ধার

আগামী নির্বাচনকে এ যাবতকালের সেরা ও ঐতিহাসিক করতে চাই : প্রধান উপদেষ্টা

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২৫

‘পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করতে উদ্যোগ নেওয়া হয়েছে’

দেশে প্রথমবার এইচএমপিভি শনাক্ত, স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা জারি

১০

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

১১

যায়যায়দিন পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম

১২

ভারতীয় হাইকমিশনারকে তলব করে উদ্বেগ জানালেন পররাষ্ট্রসচিব 

১৩

জানা গেল যুক্তরাষ্ট্রে দাবানলের কারণ

১৪

নীলফামারীতে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, টাকা না পেয়ে আগুন

১৫

দল থেকে বাদ পড়ার দিনে লিটনের সেঞ্চুরি 

১৬

এবার শিক্ষার্থীদের সঙ্গে অনশনে বসল জবি প্রশাসন 

১৭

চলতি বছরেই নির্বাচন দেওয়া জরুরি : আমীর খসরু

১৮

ছাদবাগান গড়ে পরিবেশ রক্ষার আহ্বান পরিবেশ উপদেষ্টার

১৯

রাজধানীতে বাসায় চুরির ঘটনায় স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ১

২০
X