জবি প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অনশনে জবির ১৮ শিক্ষার্থী

জবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনশন। ছবি : কালবেলা
জবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনশন। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তর ও অস্থায়ী আবাসনসহ ৩ দফা দাবিতে অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থী।

রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা এ কর্মসূচি পালন করছেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শিক্ষার্থীদের দাবি ৩টি হলো- সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে; পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে; আবাসন ব্যবস্থা না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

এ সময় জবি গণঅধিকার পরিষদের সভাপতি কে এম রাকিব বলেন, আমরা ৩ দফা দাবিতে গণঅনশনে বসেছি। ২য় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য যে বড় একটা আন্দোলন হলো এবং সেখানে মন্ত্রণালয় স্পষ্ট করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করতে পারে। কিন্তু আমরা দেখতে পাই প্রশাসনের এ ব্যাপারে কোনো অগ্রগতি নেই। তাই আমরা গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছি।

দর্শন বিভাগের শিক্ষার্থী সুজন চন্দ্র সুকুল বলেন, অস্থায়ী আবাসন ও সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করতে হবে যে কোনে মূল্যে। আমরা লাল ফিতার দৌরাত্ম্য দেখতে চাই না, চিঠি বিলির কাহিনি আর শুনতে চাই না। আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। দাবি আদায় না করে ঘরে ফিরব না।

আইন বিভাগের শিক্ষার্থী মো. রাকিব উল ইসলাম বলেন, জবির ক্যাম্পাস আমাদের অধিকার, অনুগ্রহ নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা সীমাহীন জায়গা সংকট, অবকাঠামোর ঘাটতি, আবাসন সমস্যায় ভুগছি। পুরান ঢাকার অস্বাস্থ্যকর এবং জনবহুল পরিবেশে শিক্ষার মৌলিক চাহিদাগুলো কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর থেকেই আমরা নতুন ক্যাম্পাসের দাবী জানিয়ে আসছি। কিন্তু গত দুই দশকে আমরা শুধু আশ্বাস পেয়েছি, বাস্তবায়ন নয়।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জানায়, সেনাবাহিনীর নিকট কাজ দিতে কিছু প্রক্রিয়া আছে। এটা তাৎক্ষণিকভাবে চাইলেই সম্ভব না। আমরা শিক্ষার্থীদের অনশনের পক্ষে কিন্তু চাইলেই সেনাবাহিনীকে কাজ দেয়া যায় না।

আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম বলেন, আমাদের শিক্ষার্থীদের দাবি পূরণের পেছনে আমরা সাধ্যমতো চেষ্টা করছি। শিক্ষার্থীদের দাবি মূলত আমাদের দাবির অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে ৫৩ মিয়ানমার নাগরিককে পুশব্যাক, কারাগারে ৫ মানব পাচারকারী

জবি শিক্ষার্থীদের অনশন, আট ঘণ্টা পেরোলেও খোঁজ নেয়নি প্রশাসন

স্পেন জাতীয় দল বয়কটের গুঞ্জন অস্বীকার করলেন পেদ্রি

খুলনায় ছাত্র আন্দোলনে হামলা, আওয়ামীপন্থি ৮ আইনজীবী কারাগারে

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

আন্দোলনে গুলির ঘটনায় জড়িত পাবিপ্রবি কর্মকর্তার শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা কলেজের উপাধ্যক্ষের রুমে তালা

সরকারি সার-বীজ বিক্রির সময় ধরা খেলেন কৃষি কর্মকর্তা

১০

রাষ্ট্র সংস্কারে খেলাফত আন্দোলনের ১৫ দফা প্রস্তাবনা 

১১

রামগড় স্থলবন্দর চালুর বিষয়ে কমিটি গঠন হবে : নৌপরিবহন উপদেষ্টা

১২

সিলেটের টানা ‍দ্বিতীয় জয়

১৩

৪০ কোটি মানুষ আসবে এ মেলায়, প্রস্তুত ভারত

১৪

অল ব্রডকাস্টার্স কমিউনিটির ফ্যামিলি ডে অনুষ্ঠিত

১৫

ভারত থেকে এবার জাহাজে যা এলো

১৬

দেশে প্রথম এইচএমপিভি শনাক্ত

১৭

বিয়ে নিয়ে মুখ খুললেন পড়শী

১৮

ভবিষ্যতের উন্নয়ন এবং সুরক্ষায় দরকার প্রয়োজনীয় পদক্ষেপ

১৯

পূর্বাচলে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ / শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের মামলা

২০
X