খুবি প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০৫:৩২ এএম
অনলাইন সংস্করণ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক এবং স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://admission.ku.ac.bd-এর মাধ্যমে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।

আবেদনকারী অনলাইনে ভর্তির আবেদন পূরণ করে জমাদানের সময়ে নিজ নিজ ইউনিটের নির্ধারিত ফি প্রদান করবেন। পরে ভর্তি পরীক্ষার আগে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আবেদনের নিয়ম, বিস্তারিত তথ্য এবং আবেদন ফি জমা প্রদানের পদ্ধতি খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাঁদের ফলাফল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক বা স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১৯ অথবা ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইউনিট-ভিত্তিক। ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, ‘সি’ এবং ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। ‘সি’ (কলা ও মানবিক + সামাজিক বিজ্ঞান + আইন + শিক্ষা + চারুকলা স্কুল) এবং ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। ‘এ’ (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) এবং ‘বি’ (জীব বিজ্ঞান স্কুল) ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।

‘এ’, ‘বি’ এবং ‘সি’ ইউনিটের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা এবং ডি ইউনিটের আবেদন ফি ৭০০ টাকা। এ ছাড়া স্থাপত্য ও চারুকলা বিষয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে সংশ্লিষ্ট ইউনিটের (‘এ’ এবং ‘সি’) আবেদন ফির সঙ্গে অতিরিক্ত ২০০ টাকা প্রদান করতে হবে।

শিক্ষার্থীদের দুর্ভোগলাঘবে এবারের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ, ঢাকা ও রাজশাহী শহরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে খুবির ওয়েবসাইট কুমিল্লা শহরকে যুক্ত করে, চারটি বিভাগে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের সময় পছন্দের কেন্দ্র নির্বাচন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাধা

ভুল হবেই, আমি দেবতা নই : মোদি

১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আজকের নামাজের সময়সূচি

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

জালে ধরা পড়ল ২০০ কেজির ‘পাখি মাছ’

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

দেশের মানুষের মুক্তির সনদ তারেক রহমানের ৩১ দফা : আবু সুফিয়ান

১০

এক দিনও চলেনি ৩০ লাখ টাকার নৌ অ্যাম্বুলেন্স

১১

‘ইত্যাদি’র অনুষ্ঠানে যেভাবে ঝামেলার সূত্রপাত

১২

সিঙ্গারা খাওয়া নিয়ে ফরিদপুরে লঙ্কাকাণ্ড, আহত ২০

১৩

সরকারি খাল দখল করে থামছে না ভবন নির্মাণ

১৪

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

১৫

দেশের মানুষের চাওয়া বদলে গেছে : উপদেষ্টা ফারুকী

১৬

ছাত্রদল-যুবদল নেতাদের পেটালেন যুবলীগ নেতারা

১৭

রাজনীতিবিদদের হাতে ক্ষমতা অর্পণ করুন : লায়ন ফারুক

১৮

গোপালগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষে আহত ৫০

১৯

কোনো কোনো দলের বক্তব্য সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো : আবু হানিফ

২০
X