জবি প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাম্পাস ও আবাসন ইস্যুতে অনশনের ডাক জবি শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোগো। গ্রাফিক্স : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোগো। গ্রাফিক্স : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের দাবিতে গণঅনশন কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থী এ কর্মসূচির ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী আগামী রোববার সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচি শুরু করবেন শিক্ষার্থীরা। দ্বিতীয় ক্যাম্পাস ও অস্থায়ী আবাসন নিশ্চিতে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়া পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন বলে জানান শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতিকুর রহমান তানজিল লিখেছেন, দাবি আদায়ের লক্ষ্যে জবিয়ানরা জবির ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনও করেছে। জবি প্রশাসনের আশ্বাসের প্রতি আস্থা রেখে শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ করে আলটিমেটাম দিয়ে রাখলেও প্রশাসন দৃশ্যমান কাজ করতে ব্যর্থ হয়েছে। তাই আমাদের প্রশাসন আমাদেরই আস্থা হারিয়েছে। প্রশাসনের সঙ্গে আর লিয়াজোঁ নয়।

আন্দোলনের অন্যতম সংগঠক একেএম রাকিব বলেন, মন্ত্রণালয়ের মিটিংয়ের পর আমরা আমাদের নতুন প্রশাসনে একটা যৌক্তিক সময় দিয়েছিলাম। কিন্তু এতদিন পার হলেও আমরা কোনো অগ্রগতি দেখতে পাইনি। তারা আবার চিঠি চালাচালির বিষয়টি দেখাচ্ছে। এজন্য আমরা অনশনের ঘোষণা করেছি। যতদিন না দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি হয় আমরা আমরণ অনশনে থাকব।

আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান বলেন, দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তরের জন্য আমরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলাম গত ১২ নভেম্বর। দুই মাস পার হলেও আমরা কোনো দৃশ্যমান অগ্রগ্রতি পাইনি। প্রশাসন ও সচিবালয় থেকে আমাদের কোনো অগ্রগতি জানানো হয়নি। এজন্য আমরা অনশনের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর নিকট হস্তান্তরসহ তিন দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তখন বলা হয়, জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরে বাধা নেই। এ বিষয়ে সহযোগিতা করবে মন্ত্রণালয়। তবে দুই মাস পেরোলেও দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে মন্দির থেকে প্রতিমা ও স্বর্ণালঙ্কার চুরি

বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী

তুরস্ক কি সিরিয়া দখল করবে?

    আলোচনা সভায় বক্তারা / অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেই ব্যবহার হতে পারে প্রস্তাবিত সাইবার আইন

যে যে কারণে প্রশাসন ক্যাডার থেকেই উপসচিব হওয়া উচিত

দাম বাড়ছে সব ধরনের পোশাকের

এক ট্রলারে মিলল ১৯৫ মণ ইলিশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্লাস্টিক দ্রব্য নিয়ে কর্মসূচি অনুষ্ঠিত

কলরেট ইন্টারনেট ও মিষ্টিতে বসেছে ভ্যাট, বাড়ছে ক্ষোভ

উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার

১০

‘দেশের নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য প্রয়োজন’

১১

ওসি পরিচয়ে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১২

ট্রাক আটকে চাঁদা দাবি, গ্রেপ্তার তিন

১৩

খুনিদের আমরা পুনর্বাসন করতে দিতে পারি না : ড. রিপন

১৪

নির্বাচনই হলো প্রথম সংস্কার : আমীর খসরু

১৫

‘ভালোভাবেই চলছে খালেদা জিয়ার চিকিৎসা’

১৬

‘দায়িত্ব ভাগাভাগি-সমতার মাধ্যমে উন্নত বিশ্ব গড়া সম্ভব’

১৭

সত্য ঘটনার ছায়া অবলম্বনে ‘নিরুদ্দেশ’

১৮

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্বের কিছু নেই : নজরুল ইসলাম

১৯

৩৩তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

২০
X