ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী হাজী মুহম্মদ মুহসীন হল পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে তিনি হলের পলেস্তারা খসে পড়ে আহত শিক্ষার্থীর কক্ষসহ বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাজী মুহম্মদ মুহসীন হলের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙ্গে এখানে বহুতল বিশিষ্ট নতুন একটি ভবন নির্মাণের জন্য সরকারের কাছে শিগগিরই প্রস্তাব পাঠানো হবে। আগামী সপ্তাহের মধ্যেই মাটি পরীক্ষাসহ আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে এ-সংক্রান্ত খসড়া নকশা প্রণয়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এসময় হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসানসহ প্রধান প্রকৌশলী ও প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন