স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী ফাতিনাজ ফিরোজ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
স্টামফোর্ড পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
তার প্রথম নামাজে জানাজা শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এবং দ্বিতীয় নামাজে জানাজা বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ্ মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রয়াত প্রফেসর ড. হান্নান ফিরোজের স্ত্রী। তার পিতা বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান। ২০১৭ সালে ২৯ অক্টোবর প্রফেসর ড. হান্নান ফিরোজের মৃত্যুর পর ফাতিনাজ ফিরোজ স্টামফোর্ড ইউনিভার্সিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
মন্তব্য করুন