জবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

জবি প্রক্টরের ওপর হামলা : ৩ দাবিতে আলটিমেটাম 

৩ দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ছবি : কালবেলা
৩ দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের ওপর হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসা, হামলার বিষয় তদন্ত কমিটি গঠন এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশে থেকে বাস ও লেগুনা স্ট্যান্ড সরানোর জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার (০৮ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত জবি প্রক্টরের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে এ আলটিমেটাম দেওয়া হয়।

এ সময় শিক্ষকরা বলেন, আগামী ৭২ ঘণ্টার ভেতরে এই আক্রমণের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক তদন্ত কমিটির গঠন করতে হবে এবং ৭২ ঘণ্টার মধ্যে রায় সাহেব বাজার থেকে বিশ্ববিদ্যালয়ের আশপাশে থাকা সকল বাস স্ট্যান্ড এবং লেগুনায় স্ট্যান্ড অপসারণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর আক্রমণ অর্থ বিশ্ববিদ্যালয়ের ওপর আক্রমণ। আমরা প্রক্টর স্যারের ওপর আক্রমণের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আক্রমণের সময় আক্রমণকারীরা বলেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাইনি শিক্ষকদের পেয়েছি, মার তাদের। এটা পরিকল্পিত ও বিশ্ববিদ্যালয়ের জন্য হুমকি স্বরূপ।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রইছ উদদীন বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের ওপর আক্রমণ আওয়ামী প্রেতাত্মার পরিকল্পিত আক্রমণ হতে পারে। শিক্ষক সমিতির পক্ষ থেকে দাবি জানাতে চাই আগামী ৭২ ঘণ্টার ভিতরে এই আক্রমণের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একটি তদন্ত কমিটির গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক বা শিক্ষার্থী উক্ত আক্রমণের সঙ্গে জড়িত নাকি তা খুঁজে বের করতে হবে। এবং আগামী ৭২ ঘণ্টার ভিতরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রায় সাহেব বাজার থেকে বিশ্ববিদ্যালয়ের আশপাশে থাকা সকল বাস স্ট্যান্ড এবং লেগুনায় স্ট্যান্ড অপসারণ করতে হবে।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. মোশারফ হোসেন বলেন, এধরনের ঘটনা কাম্য ছিল না। আমরা যে সকল দাবি জানিয়েছি তা পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের নিরাপত্তায় শিক্ষক সমিতি সর্বদা সোচ্চার থাকবে।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তাজাম্মুল হকের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। সময় প্রক্টর ও তার গাড়ির ড্রাইভার আহত হন। ওই ঘটনার প্রেক্ষিতে তৎক্ষণাৎ তিনজনকে আটক করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে হত্যা, ট্রাইব্যুনালে অভিযোগ

দিনাজপুরে শীতের দাপট, একদিনে তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রি

সৌদিতে প্রবল বৃষ্টি, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি

রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন

খাগড়াছড়িতে অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে অনিশ্চয়তা

অন্ধরাও কি স্বপ্ন দেখেন?

হিমেল বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কুড়িগ্রামে শীতের দাপট

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি

ইসরায়েলের নতুন মানচিত্র প্রকাশ, সার্বভৌমত্বের অস্তিত্ব নেই ৪ দেশের

১০

খালেদা জিয়ার চিকিৎসক প্যাট্রিক কেনেডির পরিচয়

১১

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

১২

শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন

১৩

জুলাই আন্দোলনে গ্রেপ্তার মুক্তিযোদ্ধার বয়স এজাহারে ৩২

১৪

সাঁওতাল নারীকে মারধরের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

১৫

‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’ গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

১৬

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

১৭

ছাত্র আন্দোলনে হামলায় ইউপি চেয়ারম্যান রুয়েল গ্রেপ্তার

১৮

বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫০

১৯

আড়ংয়ে চাকরির সুযোগ

২০
X