জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। একইসঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
সোমবার (৬ ডিসেম্বর) শিক্ষক সভাপতি অধ্যাপক ড. মোশার্রফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হকের উপর আকস্মিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এর সঙ্গে জড়িতদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের দাবিও জানান তারা।
বিবৃতিতে তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে এ মুহূর্তে হেনস্তার দুঃসাহস যারা দেখিয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করলে জবি শিক্ষক সমিতি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আজকে রাতের মধ্যেই এ ঘটনায় যারা জড়িত প্রত্যেককে গ্রেপ্তারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করেন তারা।
মন্তব্য করুন