জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত এগিয়ে নিতে আর কোনো আমলাতান্ত্রিক জটিলতা ও লাল ফিতার দৌরাত্ম্য চান না বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রোববার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা।
লিখিত বক্তব্যে আন্দোলনকারী শিক্ষার্থী একেএম রাকিব বলেন, দ্বিতীয় ক্যাম্পাসের বিষয়ে আমাদের আন্দোলন দেড় মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও কোনো অগ্রগতি দেখতে না পেয়ে আমরা আজকে প্রশাসনের কাছে অগ্রগতি জানতে চাই। আমরা জানতে পারি, বিশ্ববিদ্যালয় প্রশাসন চেয়েছে জরুরি ভিত্তিতে পিডি নিয়োগ দিতে কিন্তু এ বিষয়ে অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পরিষ্কারভাবে জানিয়েছে, পিডি নিয়োগ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন অনুযায়ী সম্পন্ন হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানায়, দ্বিতীয় ক্যাম্পাসসংক্রান্ত বিষয়ে তারা ইতোমধ্যে ইউজিসি বরাবর একটি চিঠি দিয়েছে। ইউজিসি সেই চিঠিটি কয়েকদিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে বলে জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং দ্রুত কার্যকরী সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া, ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে বলেও জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথায় এটা স্পষ্ট, পুনরায় আমলাতান্ত্রিক জটিলতা দেখা যাচ্ছে যা এড়ানোর জন্যই মূলত আমরা আন্দোলন করেছি। বলতে চাই আমরা কোনো আমলাতান্ত্রিক জটিলতা দেখতে চাই না, লাল ফিতার দৌরাত্ম্যর মুখোমুখি আমরা হতে চাই না। এসময় সপ্তাহের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত না এলে, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানান তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন একেএম রাকিব, রায়হান হাসান রাব্বী, রাশেদ, তাওহীদ, শাহারুল, রাকিবুল ও ইমরুজ।
মন্তব্য করুন