বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যাম্পাসের সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় গিয়ে শেষ করে।
শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় ‘ছাত্রলীগ গেলি কই, হই হই রই রই’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘ছাত্রলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’।
বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইনজাম শাওন জানান, সাম্প্রতিক সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ অপতৎপরতা চালাচ্ছে যেটা মোটেও কাম্য নয়। ববিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতা রুখে দিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় বদ্ধপরিকর। সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স ঘোষণা অব্যাহত থাকবে।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওয়াহিদুজ্জামান জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় হবে সাধারণ শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ। যেখানে কোনো শিক্ষার্থীকে হেনস্থা করতে পারবে না। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার আমলে ছাত্রলীগ ক্যাম্পাসে চাঁদাবাজি, মাদকবাজি ও বিভিন্ন শিক্ষার্থীকে অন্যায়ভাবে অত্যাচার করেছে। যেহেতু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং ২৪ এর জুলাই অগাস্ট বিপ্লবে তারা ছাত্র হত্যা ও হামলার মত জঘন্য কাজে জড়িত ছিলো, তাই তাদের বিরুদ্ধে ছাত্রদলের সংগ্রাম চলবে। নতুন করে ক্যাম্পাসে অস্থিতিশীল সৃষ্টি করতে চাইলে আমরা শক্ত হাতে প্রতিহত করবো।
মিছিলে উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ সাকিন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আশিক আহম্মেদ, ইংরেজি বিভাগের মিয়া বাবুলের, একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মিজানুর রহমান ও একাউন্টিং বিভাগের রাকিবুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন