ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির অধীনে ৭ কলেজের ভর্তি পরীক্ষা চান না শিক্ষার্থীরা 

ঢাবির অধীনে আসন্ন ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
ঢাবির অধীনে আসন্ন ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে নতুন করে (২০২৪-২৫) সেশনের ভর্তি পরীক্ষা চান না সাত কলেজের শিক্ষার্থীরা। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। শনিবার (০৪ জানুয়ারি) দুপুর ১টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ৫ দফা দাবি নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এ সময় ‘শিক্ষার সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও; ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তি পাক; সিন্ডিকেটের গদিতে, আগুন দাও একসাথে’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ৫ দফা দাবি হলো :

১. সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকা অবস্থায় আর কোনো ভর্তি পরীক্ষা হবে না।

২. সাত কলেজ নিয়ে রাষ্ট্র যে স্বতন্ত্র স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তর বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে ওই কমিটি ও সাত কলেজের প্রিন্সিপালসহ শিক্ষার্থী এবং অংশীজনদের সঙ্গে আলোচনা করে নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে নতুন সেশন অর্থাৎ ২০২৪-২৫ সেশনের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৩. বিশ্ববিদ্যালয় জন্য যে কমিটি গঠন করা হয়েছে তার মাধ্যমে নতুন সেশনে, নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে ভর্তি করা এবং বর্তমান কাঠামো সচল রাখতে ঢাবি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে, যাতে শিক্ষার্থীদের সেশনজটের ভোগান্তি না হয়।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক আমাদের ক্লাস নেয়নি কোনো দিন। তারপরও কীভাবে আমাদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে- আমাদের বোধগম্য নয়। বিগত সময়ে সাত কলেজের শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করেন এবং বিরূপ মন্তব্য করেন। আমাদের উত্তরপত্র যেন আমাদের সাত কলেজের শিক্ষকদের মাধ্যমেই মূল্যায়ন করা হয় তার জোর দাবি জানাচ্ছি।

৫. মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি ২০২৪-২৫ সেশনে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা অর্ধেক বা আরও কমিয়ে আনার লক্ষ্যে কলেজগুলোর অধ্যক্ষদের মতামত নেবে। বিভাগ ভিত্তিক অবকাঠামো বিবেচনা করে নতুন সেশনের শিক্ষার্থী ভর্তি করাতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ স্বতন্ত্র পরিচয়ের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। চার মাসের মধ্যে এ কমিটির পরিকল্পনা বাস্তবায়নের কথা রয়েছে। তবে চার মাস সময় দেওয়াকে অতিরঞ্জিত মনে করে ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জারি করার দাবি জানিয়ে গত বুধবার সংবাদ সম্মেলন করেন কলেজগুলোর শিক্ষার্থী প্রতিনিধিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংকের ভল্ট থেকে টাকা উধাও

দর্শক প্রশংসায় ‘পাতাললোক ২’ ট্রেইলার

মতিউর পরিবারের বিরুদ্ধে দুদকের ৩ মামলা  

সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের করা মামলা ১০ বছর পর খারিজ

‘শেখ হাসিনা হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা’

তিন ভুয়া দুদক কর্মকর্তা গ্রেপ্তার 

রোলেক্স ঘড়ির দাম কত থেকে শুরু

ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে : ইঞ্জিনিয়ার ইশরাক

নেতানিয়াহুর জন্য হুমকি হয়ে উঠছেন এরদোয়ান

নরসিংদীতে ওরসকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

১০

এএসপি পরিচয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ

১১

আদালতে নথি হারানোর ঘটনায় ব্যারিস্টার খোকনের উদ্বেগ

১২

শৃঙ্খলা ভেঙে একাদশের বাইরে সাব্বির

১৩

আজিমপুরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন প্রবীর মিত্র

১৪

ফাহিমের ‘লোভ লালসায়’ লজ্জিত সুজন

১৫

গুলিস্তান থেকে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার 

১৬

হেলসের দুর্দান্ত শতকে রংপুরের টানা চতুর্থ জয়

১৭

বিএসএমএমইউর চিকিৎসক-নার্সসহ ১৫ জন বরখাস্ত

১৮

এবার ভারতেও নতুন ভাইরাস এইচএমপিভি শনাক্ত

১৯

আত্মসমর্পণ করে কারাগারে গেলেন আ.লীগের ৮ নেতাকর্মী 

২০
X