কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এইউবির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠান। ছবি : কালবেলা
এইউবির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠান। ছবি : কালবেলা

‘স্বল্প খরচে মানসম্মত উচ্চ শিক্ষা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের স্বনামধন্য বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) তার ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেছে।

শনিবার (৪ জানুয়ারি) আশুলিয়ায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়।

শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী আয়োজনের উদ্বোধন করেন এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। এ সময় উদ্বোধন শেষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয় চত্বরে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান বলেন, ‘স্বল্প খরচে মানসম্মত উচ্চ শিক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। উন্নত জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। দক্ষ, সৎ এবং যোগ্য জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে এশিয়ান ইউনিভার্সিটি কাজ করে যাচ্ছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও অংশগ্রহকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে তথা বাংলাদেশকে বিশ্বমানে এগিয়ে নিতে আমরা দক্ষ ও নৈতিক মানসম্মত মানবসম্পদ গড়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

প্রধান অতিথির বক্তৃতায় এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, ১৯৯৬ সালে উচ্চশিক্ষা গ্রাম এবং নগর পর্যায়ে পৌঁছে দিতে এবং দক্ষ ও নৈতিক মানবসম্পদ তৈরির উদ্দেশ্যে এশিয়ান ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়। গত ২৮ বছরে আমাদের পাশে থাকা সবার প্রতি আমি কৃতজ্ঞ।

এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক বলেন, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের সিলেবাস ও কারিকুলাম দিয়ে এইউবি তার শিক্ষা র্কাযক্রম পরিচালনা করছে। আগামীতে আমরা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে স্থান করে নেওয়ার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি।

কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. নূরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য আমরা শিক্ষা ব্যয়ের ওপর ২৫% ছাড়ের ব্যবস্থা করেছি এবং মেধাবীদের জন্য শতভাগ বৃত্তি দিচ্ছি। এছাড়াও মুক্তিযোদ্ধার সন্তানদের সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে।

আলোচনা সভাশেষে কেক কেটে ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেককে ফুলেল শুভেচ্ছা জানান বোর্ড অব ট্রাস্টিজ ও সিন্ডিকেট সদস্যরা, ডিন, বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য দেন এইউবি রেজিস্ট্রার এমএ মোতালিব চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মুক্তাশা দীনা চৌধুরী ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানের সমন্বয় করেন ছাত্রকল্যাণ উপদেষ্টা জহিরুল ইসলাম জুয়েল।

২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৫ উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজনে রয়েছে রোবটিক্স কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, ক্রিকেট টুর্নামেন্ট, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড ফেস্টিভ্যাল, ক্রীড়া প্রতিযোগিতা ও ফ্যামেলি ডে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংকের ভল্ট থেকে টাকা উধাও

দর্শক প্রশংসায় ‘পাতাললোক ২’ ট্রেইলার

মতিউর পরিবারের বিরুদ্ধে দুদকের ৩ মামলা  

সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের করা মামলা ১০ বছর পর খারিজ

‘শেখ হাসিনা হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা’

তিন ভুয়া দুদক কর্মকর্তা গ্রেপ্তার 

রোলেক্স ঘড়ির দাম কত থেকে শুরু

ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে : ইঞ্জিনিয়ার ইশরাক

নেতানিয়াহুর জন্য হুমকি হয়ে উঠছেন এরদোয়ান

নরসিংদীতে ওরসকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

১০

এএসপি পরিচয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ

১১

আদালতে নথি হারানোর ঘটনায় ব্যারিস্টার খোকনের উদ্বেগ

১২

শৃঙ্খলা ভেঙে একাদশের বাইরে সাব্বির

১৩

আজিমপুরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন প্রবীর মিত্র

১৪

ফাহিমের ‘লোভ লালসায়’ লজ্জিত সুজন

১৫

গুলিস্তান থেকে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার 

১৬

হেলসের দুর্দান্ত শতকে রংপুরের টানা চতুর্থ জয়

১৭

বিএসএমএমইউর চিকিৎসক-নার্সসহ ১৫ জন বরখাস্ত

১৮

এবার ভারতেও নতুন ভাইরাস এইচএমপিভি শনাক্ত

১৯

আত্মসমর্পণ করে কারাগারে গেলেন আ.লীগের ৮ নেতাকর্মী 

২০
X