বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পাখি বিষয়ে সচেতনতা বাড়াতে জাবিতে ‘পাখিমেলা’

বন্যপ্রাণী অপরাধ দমনে শক্তিশালী অবদান রাখায় বন বিভাগের ক্রাইম কন্ট্রোল ইউনিটকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। । ছবি : কালবেলা
বন্যপ্রাণী অপরাধ দমনে শক্তিশালী অবদান রাখায় বন বিভাগের ক্রাইম কন্ট্রোল ইউনিটকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। । ছবি : কালবেলা

ঘন কুয়াশার চাদরে ছেয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে সকাল থেকে দল বেঁধে শিশু, কিশোর-কিশোরী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের আগমন ক্যাম্পাসে। হাতে নানা ধরনের ফেস্টুন, মুখে মুখোশ ও গালে পাখির প্রতিচ্ছবি এঁকে এসেছেন কেউ কেউ। শাড়ি, পাঞ্জাবি পরে এসেছেন তরুণ-তরুণীরা। উপলক্ষ ছিলো জাহাঙ্গীরনগরে ‘পাখিমেলা’।

পাখি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে প্রতিবছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘পাখিমেলা’।

শুক্রবার (০৩ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভালো আয়োজনের মধ্যে অন্যতম পাখিমেলা। বিশ্ববিদ্যালয়ে পাখিমেলা ও প্রজাপতিমেলায় ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হন।

তিনি বলেন, মানুষের মনোরঞ্জন করতে গিয়ে সাজেকের মতো জায়গায় দৃশ্যমান অবকাঠামো তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ক্ষুদ্র-নৃগোষ্ঠীসহ অন্য বিভিন্ন প্রজাতিও বিতাড়িত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও দৃশ্যমান অবকাঠামো তৈরির মাধ্যমে পাখির আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ে পরিযায়ী পাখির আবাসস্থল নিরাপদ রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান উপাচার্য।

মেলার আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান স্বাগত বক্তব্যে বলেন, ২০০১ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখিমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। পাখি সংরক্ষণে দেশবাসীকে সচেতন করতেই এ আয়োজন।

দিনব্যাপী পাখিমেলায় ছোটদের পাখিবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বই-পোস্টার প্রদর্শনী, সংরক্ষিত বিভিন্ন প্রজাতির পাখি, পাখি দেখা, পাখি চেনার প্রতিযোগিতা, পাখিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

পাখিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

মেলায় বিগ বার্ড বাংলাদেশ, সায়েন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড, কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড এবং স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড-২০২৫ এর পুরস্কার প্রদান করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমনে শক্তিশালী অবদান রাখায় বাংলাদেশ বন বিভাগের ক্রাইম কন্ট্রোল ইউনিটকে দেওয়া হয় বিশেষ সম্মাননা পুরস্কার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রুপের দ্বন্দ্বে সিলেটে ছাত্রলীগ কর্মী নিহত

হাসপাতালে সেবা বন্ধে জনদুর্ভোগ, পরে কর্মবিরতি প্রত্যাহার

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ

কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আহ্বান ছাত্রদলের

ঢাবিতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ নারী দল

‘লন্ডনে তারেক রহমানের বাসায় গেলেন জামায়াত আমির’

‘১৫ বছর দেশের মানুষ কোনো উৎসব পালন করতে পারেনি’

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাল এনসিপি

চসিক মেয়রের সঙ্গে চট্টগ্রাম মহানগরী জামায়াতের মতবিনিময়

১০

আগামী অর্থবছরের বাজেট কত হবে, বৈঠকে নির্ধারণ

১১

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

১২

পঞ্চম শিরোপার লক্ষ্য বাংলাদেশের

১৩

ঠাকুরগাঁওয়ে চীনা হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে ৫ দফা কর্মসূচি

১৪

বই দেখে পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

১৫

স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে এনসিপি কর্মীদের ওপর হামলার অভিযোগ

১৬

ফোন না ধরার অভিযোগের বক্তব্য নিতে ফোন করলেও ধরেননি ঢাবি ভিসি

১৭

চীনের যে নির্মাণ তাক লাগাচ্ছে বিশ্বের

১৮

ববিতে ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

১৯

কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচারসমৃদ্ধ স্মার্ট প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে ওয়ালটন

২০
X