ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৫:১১ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আলটিমেটাম

ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আলটিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি দল।

শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এ স্মারকলিপি গ্রহণ করেন।

শিক্ষার্থীদের দাবি, এই রোড ম্যাপের মধ্যেই প্রয়োজনীয় সংস্কারের সময় নির্দিষ্ট করতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করা না হয়, তাহলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। এর ফলে উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায়ভার প্রশাসনকে নিতে হবে।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার পতনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে, এমনটাই আমাদের প্রত্যাশা। আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করার মাধ্যমে নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের মডেল গড়ে তোলা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজের প্রতিনিধিত্বশীল সংগঠন কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন গণতান্ত্রিক চর্চার সে সুযোগ তৈরি করতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, অভ্যুত্থানের পাঁচ মাস পেরিয়ে গেলেও প্রশাসন ডাকসু নির্বাচন নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।

বর্তমান পরিস্থিতি জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ডাকসু পুনরায় সক্রিয় করার জন্য একটি কমিশন গঠন করা হলেও তার সুপারিশগুলো বাস্তবায়নের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন ছাত্র সংগঠন গঠনতন্ত্র সংশোধনের যে প্রস্তাবনা দিয়েছে, তা নিয়ে আলোচনা বা অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে তাদের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়, যা বরাবরই জাতীয় নেতৃত্বে পথপ্রদর্শক, এই প্রক্রিয়ায় পিছিয়ে রয়েছে।

দ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যাপ প্রদানের দাবি জানিয়ে শিক্ষার্থীরা স্মারকলিপিতে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানাচ্ছি। এই রোড ম্যাপের মধ্যেই প্রয়োজনীয় সংস্কারের সময় নির্দিষ্ট করতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করা না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হব। এর ফলে উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায়ভার প্রশাসনকে নিতে হবে।

স্মারকলিপি প্রদানের সময় শিক্ষার্থীদের মধ্য থেকে মো. আবু সায়াদ বিন মাহিন সরকার, তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী, আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান, মোহাম্মদ সাকিব, আবিদ হাসান রাফি, আব্দুর রহমান আল-ফাহাদ এবং আরমানুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমাদের কথা মনে রেখ’ : কান্নারত ফিলিস্তিনি রাষ্ট্রদূত

প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে পোস্ট দেওয়ায় কুষ্টিয়া ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

বাবাকে নিয়ে যা বললেন তাহসানের হবু স্ত্রী

২২৭ জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে জনপ্রশাসন মন্ত্রণালয়

৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বিএনপি কচুরিপানার মতো ভেসে আসে নাই : প্রিন্স

ভিসা ও ইকামাসহ ৭ সেবায় ফি বাড়াল সৌদি

‘দেশের গণতন্ত্র রক্ষা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলকে সজাগ থাকতে হবে’

বিএনপি নেতা এসএ খালেক মারা গেছেন

বাড্ডায় অপহৃত ব্যক্তি উদ্ধার, চক্রের এক সদস্য গ্রেপ্তার

১০

কূটনীতিক মহসিনকে শাস্তির আওতায় আনতে ৭ দিনের আলটিমেটাম

১১

জিসান হত্যায় ৩ জনের ফাঁসির রায়

১২

নিজ অফিসে ফ্যানের আংটায় ঝুলছিল বাকৃবি কর্মকর্তার মরদেহ

১৩

তাহসান-রোজার বিয়ে নিয়ে তসলিমা নাসরিনের স্ট্যাটাস

১৪

আরও পাঁচ ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে

১৫

মিরপুর থেকে ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১৬

তিব্বতে বাঁধ ঘিরে ভারতের উত্তেজনা, যা জানাল চীন

১৭

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৭৫ মামলা 

১৮

শিক্ষার্থী হত্যা মামলায় আ.লীগ নেতা বাদল গ্রেপ্তার

১৯

তাপসের ২৭ ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

২০
X