ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দুই কার্যদিবসের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি

উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

আগামী দুই কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একটা দল। এ সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে কঠিন কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে সম্মিলিত ডাকসু আন্দোলনের ব্যানারে একটি স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, সূর্যসেন হলের শিক্ষার্থী লিমন হাসান, মুহসীন হলের শিক্ষার্থী আহমেদ হোসেন জনি, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক জান্নাতী বুলবুল, ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সদস্য সচিব আব্বাস উদ্দীন, ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সীমা আক্তারসহ অন্যরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারের পতনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমাদের সামনে হাতছানি দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক সংস্কার ও চর্চার মাধ্যমেই সেটি সফল হতে পারে বলে আমরা বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক সংস্কারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক নিতে পারে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা। যেটি তুলে আনার একমাত্র উপায় হচ্ছে কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন। ফলশ্রুতিতে দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন দেওয়ার দাবিটি ক্যাম্পাসের সবচেয়ে জনপ্রিয় দাবিতে পরিণত হয়েছে বর্তমানে। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি, অভ্যুত্থানের পাঁচ মাস পেরিয়ে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন তথা ডাকসুর ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেনি বর্তমান প্রশাসন।

এতে আরও বলা হয়, কিছুদিন পূর্বে একটি কমিশন গঠন করা হলেও কমিটির সুপারিশমালা অনুযায়ী কোনো তড়িৎ পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, এ ব্যাপারে আমরা অন্ধকারের মধ্যে রয়েছি। অধিকাংশ ছাত্রসংগঠনের পক্ষ থেকে গঠনতন্ত্র সংশোধনের যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সে ব্যাপারেও কোনোরূপ পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা আমাদের জানা নেই। তাছাড়া নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের অনুপস্থিতিতে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টিও স্বচ্ছতার সাথে হবে বলে আমরা মনে করি না। সবদিক বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দ্রুত সময়ের মধ্যে গঠনতন্ত্র সংশোধনসহ নির্বাচন আয়োজনের ব্যাপারে একটা স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মনে করছি আমরা।

রোডম্যাপ ঘোষণায় আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা বলেন, গত পরশু জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। অথচ প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশের মৌলিক নেতৃত্বের মতো করে ছাত্রসংসদ নির্বাচনের ব্যাপারটিতেও নেতৃত্ব দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়। যার কারণে বর্তমান ঢাবি প্রশাসনের ওপর আমরা দারুণভাবে হতাশ হয়েছি, অন্তত এই বিষয়টিতে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা দাবি করছি যে আগামী দুই কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে ডাকসুর রোডম্যাপ ঘোষণা না করলে আমরা কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে জাতীয় ঐক্যের প্রতীক বলে ফরহাদ মজহারের স্ট্যাটাস

কুড়িগ্রামে শীত পরিস্থিতি নিয়ে আবহাওয়া অফিসের সুসংবাদ

বড় কর্মসূচি দিল নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধীরা

সাতক্ষীরায় ৩ বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

শেরপুরে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

তীব্র শীতে আবারও গুঁড়ি বৃষ্টির শঙ্কা 

আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানার সামনে জামায়াতের বিক্ষোভ

বিয়ে, গায়েহলুদ কিছুই হয়নি তাহসানের

ইউক্রেনকে হমকি দিল স্লোভাকিয়া

অভিনেত্রী অঞ্জনার মৃত্যুতে বাচসাসের শোক

১০

প্রশিক্ষণের জন্য ভারত যাচ্ছেন আরও ৫০ বিচারক

১১

তেঁতুলিয়ায় দুদিন পর স্বস্তি, যা বলছে আবহাওয়া অফিস

১২

এক বছরে রাশিয়ার ৪ লাখ সেনা নিহতের দাবি

১৩

৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের নিয়ে সারজিসের স্ট্যাটাস

১৪

ঢাকায় দুদিন পর দেখা মিলেছে সূর্যের

১৫

দিনাজপুরে দিনের তাপমাত্রা বাড়ল, রাতে তীব্র হিম বাতাস

১৬

৯ ঘণ্টা পর সচল দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল

১৭

দূর থেকেই শত্রুর সাবমেরিন নিশ্চিহ্ন করতে পারবে সৌদি

১৮

তীব্র শীত থাকবে আর কত দিন, জানাল আবহাওয়া অফিস

১৯

টিউলিপকে লন্ডনে ১০ কোটির ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী

২০
X