জাবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জাবিতে টানা ২৮ ঘণ্টা অনশনে তিন শিক্ষার্থী, একজন অসুস্থ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

অনুষদের জন্য স্বতন্ত্র একাডেমিক ভবন বরাদ্দ ও পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং আইন অনুষদের ভর্তি পরীক্ষা ‘এফ’ ইউনিটে নেওয়ার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পুরাতন প্রশাসনিক ভবনের সামনে টানা ২৮ ঘণ্টা ধরে অনশন কর্মসূচি পালন করছেন আইন অনুষদের তিন শিক্ষার্থী। অনশনরত এক শিক্ষার্থী ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা।

অনশনরত শিক্ষার্থীরা হলেন- আইন ও বিচার বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মালিহা হাসান মাইশা ও একই ব্যাচের রফা রওনাক এবং ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান।

অনশনে থাকা শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে স্বতন্ত্র একাডেমিক ভবন, পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে আমরা আন্দোলন করে আসছি। গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আমাদের নিয়ে আশানুরূপ কোনো সিদ্ধান্ত না আসায় আমরা আমরণ অনশনে বসেছি।

এদিকে অনশন চলাকালে সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাফা রওনাক। তাকে অ্যাম্বুলেন্সযোগে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

৫২ ব্যাচের শিক্ষার্থী ইফতেখার আকিব বলেন, আইন অনুষদের ৩ দফা দাবি নিয়ে গতকাল থেকে শুরু হওয়া আমরণ অনশনের ফলে আজ ৪৯তম আবর্তনের রফা রওনাক আপুর শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। বর্তমানে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী রফা রওনাক বলেন, দাবিগুলো নিয়ে প্রশাসন আমাদের সঙ্গে টালবাহানা করছে। আমাদের মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু মৌখিক আশ্বাসে আমরা সন্তুষ্ট নই। এর আগেও এমন আশ্বাস দেওয়া হয়েছে। যতক্ষণ না আমরা লিখিত আশ্বাস পাচ্ছি ততক্ষণ পর্যন্ত অনশন চালিয়ে যাব।

আরেক শিক্ষার্থী মো. আসাদুজ্জামান বলেন, আমাদের তিন দফা দাবির মধ্যে প্রথম ও তৃতীয় দাবি নিয়ে প্রশাসন এখন পর্যন্ত কোনো সদুত্তর না দেওয়ায় অনশন কর্মসূচি চলমান। দাবি না মানলে আজ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শুরুর আগে আমরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেব।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আগের কোনো প্রশাসনই আইন ও বিচার বিভাগকে গুরুত্ব দিয়ে দেখেনি, কিন্তু আমরা দেখছি। আশা করি এ বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কড়াইল বস্তিতে আগুন / ১২২ পরিবারকে আর্থিক সহায়তা দিল ডিএনসিসি

নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ

নিলয়ের ‘টাইসন’র অভিনয় দেখে মুগ্ধ দর্শক

ওয়ালটন হেডকোয়াটার্সে নতুন মডেলের ডুয়াল ব্যান্ড রাউটার উদ্বোধন

তাসকিনের রেকর্ডের পর বড় জয় পেল রাজশাহী

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

বাংলাদেশের শিক্ষার অগ্রগতিতে কানাডীয় দৃষ্টিভঙ্গি একীভূতকরণ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

৬৫ পণ্যে ভ্যাট বাড়ানো হচ্ছে

বরিশালে তারেক রহমানের নির্দেশনায় শীতবস্ত্র বিতরণ

৪৩তম বিসিএস / পুনর্বিবেচনার সুযোগ পাচ্ছেন ২৬৭ প্রার্থী

১০

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা, নিহত বেড়ে ১৫

১১

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় জড়োসড়ো সিরাজগঞ্জ

১২

ফার্মাশিয়া লিমিটেডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

ঢাবি সিন্ডিকেট সভায় আমন্ত্রণ পেলেন ৩ আওয়ামীপন্থি

১৪

জ্বালানি খাতে সম্পাদিত সকল চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি বিএনপির

১৫

পিএসসিতে নতুন ৬ সদস্য নিয়োগ

১৬

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদের বিরুদ্ধে দুদকে মামলা

১৭

মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রিজভী

১৮

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অঞ্জনা

১৯

বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেলেন ৬৪ ভারতীয় জেলে

২০
X