বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সংবাদ ও সাংবাদিকতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগে এ কর্মশালার আয়োজন করা হয়।
বাকৃবির লিও ক্লাবের উদ্যোগে সংগঠনটির ৩০ সদস্য এতে অংশ নেন।
কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরেনারি ফ্যাকাল্টির ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. বাহানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাকৃবি প্রেস ক্লাবের চিফ অ্যাডভাইজার প্রফেসর মো. শহীদুজ্জামান এবং বাকৃবি লিও ক্লাবের উপদেষ্টা ও কর্মশালার গেস্ট অব অনার লায়ন প্রফেসর কেএইচএম নাজমুল হোসাইন নাজির।
কর্মশালায় সংবাদ ও সাংবাদিকতার নানা বিষয় লিও সদস্যদের সামনে তুলে ধরেন সময় টেলিভিশনের সিনিয়র সাব এডিটর আবু তাহের টোটন।
সাংবাদিকতার নানা বিষয়ে খোলামেলা আলোচনার পাশাপাশি ছিল প্রশ্নোত্তর এবং প্রতিবেদন লেখার বিষয়ে গ্রুপ ওয়ার্ক।
পরে আবু তাহের টোটনের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন কর্মশালার গেস্ট অব অনার প্রফেসর নাজমুল হোসাইন নাজির।
বাকৃবি লিও ক্লাবের সেক্রেটারি সুজাউদ্দৌলা সৈকত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন।
সভাপতি আবু সাইদের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে কর্মশালার সমাপ্তি হয়।
মন্তব্য করুন