ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির সংস্কৃত বিভাগের চেয়ারম্যান হতে যাওয়া শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক সহকারী প্রক্টর ও সংস্কৃত বিভাগের শিক্ষক সঞ্চিতা গুহকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর, সন্ত্রাসীদের ইন্ধনদাতা এবং ইসলামবিদ্বেষী অভিহিত করে তাকে বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ না দেওয়া এবং শ্রেণি কার্যক্রম থেকে বিরত রাখার দাবি জানিয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা।

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের অপরাজেয় বাংলার পাদদেশে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এরপর তারা একই দাবিতে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

বিক্ষোভে শিক্ষার্থীদেরকে ‘এক দুই তিন চার, সঞ্চিতা তুই বিভাগ ছাড়’, ‘স্বৈরাচারের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

কর্মসূচিতে অংশ নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে এই শিক্ষকের ভূমিকা নিয়ে শিক্ষার্থীরা বলেন, জুলাইয়ের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার মদদ দিয়ে গেছে। তাদের মধ্যে অন্যতম সংস্কৃত বিভাগের এই সহযোগী অধ্যাপক ড. সঞ্চিতা গুহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর থাকাকালীন সময়ে তার প্রত্যক্ষ মদদে ক্যাম্পাসে ছাত্রদের ওপর হামলা চালানো হয়।

তারা আরও বলেন, তাছাড়াও তিনি বিভাগীয় ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা সত্ত্বেও আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিভিন্নভাবে হুমকি প্রদান করেছেন। আন্দোলন চলাকালে তিনি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজারুল রহমান বাবুর ফেসবুক পোস্টে কমেন্ট করে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের হামলার উসকানি দেন। তবুও বর্তমানে তাকে বিভাগের চেয়ারম্যান পদে পদায়ন করার অপচেষ্টা করা হচ্ছে যা ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেইমানির শামিল।

সম্ভাব্য নিয়োগকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে দুই দফা দাবি জানান শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও সন্ত্রাসীদের ইন্ধনদাতা ড. সঞ্চিতা গুহকে সংস্কৃত বিভাগের চেয়ারম্যান নিয়োগ দেওয়া যাবে না এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য অদম্য-১৪, প্রত্যয়ী-১৫, সংকল্প-১৬, সুশ্চম-১৭ এবং সৌরচান্দ্রিক-১৮ ব্যাচের কোনো ক্লাস তাকে দেওয়া যাবে না।

সাদমান নামে এক শিক্ষার্থী বলেন, ড. সঞ্চিতা গুহ সহকারী প্রক্টর ছিলেন, তার কাজ ছিল বিশ্ববিদ্যালয়ের সিস্টেম অনুসারে ছাত্রদেরকে আগলে রাখা অথচ তার প্রত্যক্ষ মদদে হামলা হয়েছে। উল্টো তিনি হামলাকারীদের পক্ষে ছিলেন। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, হাসিনা গেছে যে পথে তিনিও যাবেন সে পথে।

আরফিনা আক্তার নামে বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, আমরা জানতে পেরেছি তিনি আগামী ৫ তারিখ চেয়ারম্যান হিসাবে বিভাগে জয়েন করার চেষ্টা করছেন অথচ তিনি সেই শিক্ষক যিনি হিজাব নিয়ে হেনস্তা করেন। আমি পর্দা করায় তিনি আমাকে কটূক্তি করেন। তিনি বলেন, বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না। আমি তাকে বলতে চাই, বাংলাদেশ কখনো ভারত হবে না।

তিনি আরও বলেন, এই শিক্ষক আমাকে প্রতিটা কোর্সে হেনস্তা করেন। আমি অনেক ভালো প্রিপারেশন নেওয়ার পরও আমাকে তিনি বি গ্রেডের ওপরে কিছুই দেননি। তিনি যদি চেয়ারম্যান হয়ে ফিরে আসেন তাহলে আমাদের কি হবে? আমাদের নিরাপত্তা কে দেবে?

বিভাগের আরেক শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, তিনি তার ভাইয়ের ক্ষমতা ব্যবহার করে যত্রতত্র তা প্রদর্শন করতেন। তিনি বিভাগীয় ছাত্র উপদেষ্টা হয়েও কখনো আমাদের খোঁজ নেননি। উল্টো আন্দোলনের সময় তিনি আমাদেরকে নির্যাতনের পক্ষে ছিলেন। তিনি আমাদেরকে নিজেও হুমকি দিয়েছেন। একটি মহল তাকে পদায়ন করার চেষ্টা করছে। শেষ অবধি আমরা তার এই স্বৈরাচার মনোভাবের বিরুদ্ধে লড়ে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের বরবাদে কলকাতার আরও এক অভিনেত্রী

সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যানের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা 

বাংলাদেশিদের পশ্চিমবঙ্গে প্রবেশ করাচ্ছে বিএসএফ : মমতা

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

২০০ টাকায় মিলল নতুন বই, প্রধান শিক্ষক বললেন ব্যয় হবে উন্নয়নকাজে

প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হলেন আনোয়ার কামাল পাশা

এক ফুটবলারের জন্য ২১৮ মিলিয়নের আর্থিক ক্ষতির মুখে বার্সা

পরিবেশবাদীদের এক পক্ষের ওপর অন্য পক্ষের হামলা / খেলার মাঠ ও পার্ক দখলমুক্ত করার দাবিতে নাগরিক সমাবেশ

যুক্তরাষ্ট্রে এবার নাইটক্লাবের বাইরে গুলি, আহত ১০

ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৭ দশমিক ৭২ শতাংশ

১০

নরসিংদীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল

১১

এক লাখ টন সার আমদানি করবে সরকার

১২

দুদিন ধরে সূর্যের দেখা নেই বরিশালে

১৩

রাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা

১৪

পাহাড়ে ইউপিডিএফের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান

১৫

গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

১৬

‘আমরা রাতের ভোটে ক্ষমতায় যেতে চাই না’

১৭

সিরাজ সিকদার থেকে আবু সাঈদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান 

১৮

প্রতিবাদ জানিয়ে ছাত্রশিবিরের বার্তা

১৯

যশোরের মাহফিলে যোগ দিতে আজহারীর আহ্বান

২০
X