চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী। ছুরিকাঘাতে আহত ওই শিক্ষার্থীর নাম মোরসালিন আহমেদ মিরাজ। বর্তমানে ওই শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শহর থেকে ছেড়ে আসা ক্যাম্পাস অভিমুখে শাটল ট্রেনে এ দুর্ঘটনাটি ঘটে।
ওই ট্রেনে থাকা এক শিক্ষার্থী জানান, আহত শিক্ষার্থী এবং তার বান্ধবী ট্রেনের শেষের দ্বিতীয় নম্বর বগিতে ছিলেন। ওইখানে আর কোনো শিক্ষার্থী ছিল না। এ সুযোগে দুজন ছিনতাইকারী ট্রেনে ওঠে এবং ক্যান্টনমেন্ট স্টেশনে আসার আগ মুহূর্তে তাদের কাছ থেকে ফোন-টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। ভয় পেয়ে আহত শিক্ষার্থীর বান্ধবী ট্রেন থেকে লাফ দেয়। পরে ওই ভুক্তভোগী শিক্ষার্থীকে ছুরি দিয়ে মুখ ও শরীরে আঘাত করে ছিনতাইকারীরা। পরে ওই শিক্ষার্থীর চিৎকারে ট্রেন থামানো হয়। তবে তার আগেই ছিনতাইকারীরা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, সকালের ট্রেনে শহর থেকে ক্যাম্পাসে আসার সময় এক শিক্ষার্থী ছিনতাইকারীর কবলে পড়েন। টাকা ও ফোন ছিনতাইয়ের সময় ওই শিক্ষার্থীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। পরে ভুক্তভোগী শিক্ষার্থীকে চবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমাদের চবি মেডিকেলের প্রধান এ বিষয়টি দেখভাল করছেন।
ডাক্তারের বরাত দিয়ে প্রক্টর বলেন, ওই শিক্ষার্থী আশঙ্কামুক্ত। আর ওই শিক্ষার্থীর সঙ্গে এক বান্ধবী ছিল বলে শুনেছি, কিন্তু এ বিষয়ে ভুক্তভোগী আমাদের কিছু জানায়নি। আর ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য রেলওয়ে পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা ব্যবস্থা নেবে।
মন্তব্য করুন