কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামি ও জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারী সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ ডিসেম্বর) কুমিল্লা কোটবাড়িসংলগ্ন গন্ধমতি এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেয় তারা।
গ্রেপ্তার বিপ্লব চন্দ্র বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক।
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ বলেন, শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ তাকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি অফিসে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওনের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ২০১৬ সালের ১ আগস্ট ছাত্রলীগের কোন্দলে নিহত হন কুবি শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামি বিপ্লব। গ্রেপ্তার হয়ে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন তিনি। এ ছাড়া বিভিন্ন সময় শিক্ষক ও শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মন্তব্য করুন