ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অসুস্থ হওয়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু করেছে ‘কমল মেডি এইড, ঢাবি’ নামক একটি প্রতিষ্ঠান। সেবা দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের আবাসিক হলের কক্ষে ডেলিভারি চার্জ ছাড়াই ওষুধ পৌঁছে দিবে।
জানা গেছে, এ উদ্যোগটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক শেখ তানভীর বারী হামিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। ঢাবি শিক্ষার্থীদের চিকিৎসা ও ওষুধ সংশ্লিষ্ট সেবা প্রদানের লক্ষ্যেই এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেন তিনি।
এ বিষয়ে শেখ তানভীর বারী হামিম কালবেলাকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়ায় কোনো ফার্মেসি নেই। আবাসিক শিক্ষার্থীরা অসুস্থ হলে ওষুধ আনতে যেতে হয় ঢাকা মেডিকেলে, যা অত্যন্ত কষ্টকর। তাই শিক্ষার্থীদের এ কষ্ট লাঘবের জন্য শুধু ওষুধের মূল্য পরিশোধ বাবদ বিনা যাতায়াত মূল্যে আবাসিক ছেলে শিক্ষার্থীদের রুমে পৌঁছে দেওয়া হবে প্রয়োজনীয় ওষুধ। অন্যদিকে, মেয়েদের হলের গেইট পর্যন্ত ওষুধ পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের যে বেহাল অবস্থা, তাতে শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবা থেকে অনেকটা বঞ্চিতই হয়। তাই বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা আমি একটি টেলিমেডিসিন সেবা চালু করেছি। ঢাবির অসুস্থ শিক্ষার্থীরা কমল মেডি এইড, ডিইউ পেইজে তাদের পরিচয় দিয়ে কোন ডাক্তারের চিকিৎসা চান জানালে বিনামূল্যে টেলি মেডিসিন চিকিৎসাসেবা পাবেন।
সেবা দেওয়া হবে যেভাবে :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা তাদের অসুস্থতার সময় সাময়িক চিকিৎসা, ওষুধ এবং মানসিক প্রশান্তি পেতে 'KAMOL MEDI AID' ফেইসবুক পেইজের ইনবক্সে এবং নম্বরে পরিচয়-সেশন উল্লেখ করে অসুখের কথা বললে বিনামূল্যে টেলিমেডিসিন সেবার ডাক্তারদের এ্যাপয়নমেন্ট নিয়ে দেওয়া হবে। ডাক্তাররা ব্যস্ত থাকলে বা অসুস্থ শিক্ষার্থী সমস্যার সম্মুখীন হলে হামিমের সঙ্গে যোগাযোগ করতে হবে।
যেসব ডাক্তার টেলিমেডিসিন সেবা দিবেন
টেলিমেডিসিন সেবা প্রদানকারী ডাক্তারদের মধ্যে রয়েছেন- মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাকিল মাহমুদ (এমবিবিএস), ডা. তানভীর মাহমুদ তৌহিদ (এমবিবিএস) ও ডা. আবদুল্লাহ আর রায়হান (এমবিবিএস), জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আনোয়ার হোসেন (এমবিবিএস), জরুরি সার্জারি বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মাহমুদ তালুকদার (এমবিবিএস), মেডিসিন, পুষ্টি ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মির ফাহিম ফয়সাল (এমবিবিএস), নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. মো. ইমদাদুল হক শুভ (এমবিবিএস) এবং গাইনি বিশেষজ্ঞ ডা. মুসসারাত বারী (এমবিবিএস)।
মন্তব্য করুন