ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা কলেজে এক ঘণ্টায় ৭ ককটেল বিস্ফোরণ

ঢাকা কলেজে এক ঘণ্টায় ৭ ককটেল বিস্ফোরণ
ঢাকা কলেজের মূল ফটক। ছবি : কালবেলা

ঢাকা কলেজ এলাকায় এক ঘণ্টায় সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কলেজটির আবাসিক শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকা কলেজে মূল ফটক, কলেজ সংলগ্ন মিরপুর রোডের একাধিক স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় বিক্ষোভ করেন ঢাকা কলেজের পদবঞ্চিত নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন সহ-সভাপতি তাজবিউল হাসান, সহ-সভাপতি আবির রায়হান ও যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসনসহ আরও অনেকে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ পরবর্তী সময়ে ঢাকা কলেজের মূল ফটকের সামনে দুইটি, নায়েমের গলি ও মিরপুর রোডে চারটি এবং তেল পাম্পের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ককটেল বিস্ফোরণের সময় নায়েমের গলিতে অবস্থানরত ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জামিল বলেন, আমরা যারা পদবঞ্চিত, ত্যাগী, পরিশ্রমী তাদের উপর অতর্কিতভাবে বোমা হামলা করা হয়েছে। আমরা নিজ চোখে দেখেছি দুইটি মটরসাইকেল নিয়ে এসেছিল রাকিব-নাছিরের অনুসারীরা। তারা ওদিক (নীলক্ষেত) দিয়ে চলে গেছে। আমরা তাদের ধাওয়া করে ধরতে পারিনি।

এ বিষয়ে পদবঞ্চিত এক নেতা বলেন, দীর্ঘদিন রাজনীতি করার পর আমরা যারা পদবঞ্চিত হয়েছি তারা একত্রিত হয়ে নতুন কমিটিকে অবাঞ্চিতে ঘোষণা করি। পাশাপাশি সন্ধ্যা সাতটার দিকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করি। এরপর রাত ৮ টার দিকে দুর্বৃত্তরা ঢাকা কলেজের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা শব্দ শুনে দৌড়ে গেলে কয়েকজনকে নীলক্ষেতের দিকে পালিয়ে যেতে দেখি। আমরা তাদের চিনতে পারিনি।

ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান কালবেলাকে বলেন, অনেকেই সুযোগ নিতে পারে, কিন্তু স্পেসিফিক ধারণা করতে পারছি না। যারা বিক্ষোভ করছে এর মধ্যে চার-পাঁচটা পরিশ্রমী ছেলে আছে যারা আন্দোলন সংগ্রামে ছিল; কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়ার কারণে তাদের রাখা যায়নি। আজকে প্রেসিডেন্ট-সেক্রেটারিকে বলে আসছি তারা হিসাব-নিকাশ করে কয়েকজনকে সংযুক্ত করবে। আর পাঁচ আগস্টের পর অনেকেই অনুপ্রবেশ করেছে, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে পারে বলে মনে করছি।

এ বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, বিষয়টি আমরা জানি না। তবে নিউমার্কেট থানার ওসিকে আমরা বলেছি নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।

নিউমার্কেট থানার ওসি মোহসেন উদ্দীন বলেন, আজ ঢাকা কলেজ ছাত্রদলের কমিটি হয়েছে। পদবঞ্চিতদের বিক্ষোভের পর ককটেল বিস্ফোরণ হয়েছে। এজন্য উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল সকাল থেকে ঢাকা কলেজ এলাকায় পুলিশ মোতায়েন থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘একজনকে মারলে সমস্যা, তাই সাতজনকে মারছি’

চাঁদাবাজির চেয়ে ভিক্ষাবৃত্তিই উত্তম : সেলিম উদ্দিন

খালেদা জিয়ার লন্ডন যাওয়া নিয়ে নতুন তথ্য

ঘরে ফিরে দেখেন শুয়ে আছে ভালুক

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

লক্ষ্মীপুরে ধানের চেয়েও খড় বিক্রি হচ্ছে বেশি দামে

পিএসএলের ড্রাফটে নাম লেখালেন মোস্তাফিজ

রাশিয়া-পাকিস্তানের সরাসরি যোগাযোগে এলো নতুন ঘোষণা

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

ম্যানইউর সংকট কাটাতে মেসির গল্প হতে পারে উদাহরণ 

১০

আন্দোলনে দুই হাতে গুলি চালানো সেই রুবেল ফের রিমান্ডে

১১

মানিকগঞ্জের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১২

বর্ডার-গাভাস্কার সিরিজে থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব

১৩

আগামী ৭২ ঘণ্টা আবাহাওয়া কেমন থাকবে?

১৪

দিনাজপুরে তাপমাত্রা ১১ ডিগ্রি

১৫

চাঁদপুরে জাহাজে সাত খুনের রহস্য উদঘাটন

১৬

এখন এভারটনকেও ভয় পাচ্ছে ম্যানসিটি

১৭

নতুন বছরে হোয়াটসঅ্যাপ চলবে না যেসব ফোনে

১৮

হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইরান

১৯

কুড়িগ্রামে সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, চলাচলে ভোগান্তি

২০
X