মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার সমর্থক শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ ৫ দাবি ঢাবি সাদা দলের

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল। ছবি : সংগৃহীত

বিগত দেড় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মেধাকে উপেক্ষা করে দলীয় বিবেচনায় বিতর্কিত শিক্ষক নিয়োগ বাতিল এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থনদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বরাবর সংগঠনটির শিক্ষকরা এসব দাবি জানিয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। ঢাবি সাদা দলের পক্ষ থেকে সংগঠনের কো-কনভেনার অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক আবদুস সালাম এ স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে সাদা দল পাঁচ দফা দাবি জানায়। সেগুলো হলো- বিগত আওয়ামী শাসনামলে দেড় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব বিতর্কিত ও দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে সেগুলো বাতিল করতে হবে। গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান দমনে গণহত্যা চালানো ক্ষমতাচ্যুত ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থনকারী শিক্ষকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। গত ৩ আগস্ট ২০২৪ তারিখে গণভবনে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং নীল দলের যেসব শিক্ষক নেতা তৎকালীন প্রধানমন্ত্রীর গণহত‍্যাকে সমর্থন ও তাকে উৎসাহিত করেছিলেন, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনে কর্মরত ফ্যাসিস্টের দোসর হিসেবে পরিচিতদের অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। দেশে বিরাজমান পরিস্থিতিতে শিক্ষক সমিতিসহ বিশ্ববিদ্যালয়ে কোনো পর্যায়ে কোনো নির্বাচন করা যাবে না।

স্মারকলিপিতে বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিগত দেড় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন মেধা ও যোগ্যতাকে উপেক্ষা করে দলীয় বিবেচনায় বহু শিক্ষক নিয়োগ দিয়েছে। এসব নিয়োগের বিরুদ্ধে সে সময় অনেক বিভাগ থেকে প্রতিবাদ করা হলেও প্রশাসন এর কোনোটিই আমলে নেয়নি। মেধাবীদের বঞ্চিত করে দলীয় নিয়োগের বিষয়ে সে সময়কার সংবাদপত্রেও অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। বিগত আওয়ামী শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তবুদ্ধি চর্চার পরিবেশকেও মারাত্মকভাবে বাধাগ্রস্ত করা হয়েছিল। ভিন্ন মতের শিক্ষক-শিক্ষার্থীদের হয়রানি, নিপীড়ন, নির্যাতনের অসংখ্য ঘটনার নজির আমাদের জানা আছে। মিথ্যা অভিযোগ ও লঘু অপরাধে সাদা দল সমর্থক শিক্ষকদের চাকরিচ্যুতির একাধিক ঘটনার কথাও সবাই জানেন। কিন্তু নীল দল সমর্থক শিক্ষকদের গুরু অপরাধেও শান্তি না দিয়ে পুরস্কৃত করার দৃষ্টান্তও রয়েছে। এসবের প্রতিকার হওয়া প্রয়োজন বলে সাদা দল মনে করে।

এতে আরও বলা হয়, গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দল সমর্থক শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গণহত্যাকারী ফ্যাসিস্ট পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে গেছে। শেখ হাসিনা সরকারের পতনের দুদিন আগে ৩ আগস্ট ২০২৪ তারিখ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জ্ঞাপন ও তার প্রতি সমর্থন জানায়। এর আগে নীল দল সংবাদ সম্মেলন করে ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করে প্রকারান্তরে খুনি হাসিনাকে গণহত্যায় উৎসাহিত করে। শুধু তাই নয়, ৩ আগস্ট সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত এক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারাসহ আওয়ামী সমর্থক কতিপয় শিক্ষক উপস্থিত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সমর্থন এবং তার গণহত্যাকে সমর্থন করে। এসব কারণে সাদা দল এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে প্রত্যাখ্যান করেছে।

উদ্বেগ জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নামে প্রেরতি স্বাক্ষরবিহীন একটি ই-মেইল এবং চিঠির মারফত শিক্ষকদের কাছে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে। তারা সাদা দলের নামেও অসত্য তথ্য দিচ্ছে। এমনকি তারা শিক্ষক সমিতির নির্বাচন আয়োজনের কথাও বলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্যোতি ও পিংকির সেঞ্চুরি

মুক্তিযোদ্ধা লাঞ্ছিতে দুই সমর্থককে বহিষ্কার করল জামায়াত

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি, আটক ৫

ডিএফপির নতুন মহাপরিচালক খালেদা বেগম

সোনারগাঁয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, যুবক নিহত

নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে : হেলাল

স্ত্রী-ছেলের প্রতারণায় হাসপাতালে দিন কাটাচ্ছেন বৃদ্ধ ছলেমান

নির্মাতা শ্যাম বেনেগাল আর নেই

আওয়ামী স্বৈরাচারের নির্যাতন ভুলে যাওয়ার সুযোগ নেই : আমিনুল হক 

নাশকতার মামলা : মেজর হাফিজ ও আলতাফ চৌধুরীসহ খালাস ৮৪ জন

১০

দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ‍্যোগ জরুরি 

১১

ছাত্র আন্দোলনে হামলা : নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

১২

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় ভাসানী পরিষদের প্রতিবাদ

১৩

ব্যাটারি চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালাগাল

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সিভিল ইঞ্জিনিয়ারিং হারমোনি ডে ২০২৪’ উদযাপিত

১৫

ভারতের মহারাষ্ট্রে ৮ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

১৬

মুক্তিযোদ্ধাকে হেনস্তায় জামায়াতের নিন্দা; জড়িতদের বহিষ্কার ও গ্রেপ্তার দাবি

১৭

সরকারের টাইমফ্রেমে নির্বাচনের যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না : আমীর খসরু

১৮

ময়মনসিংহে সরকারি খামারে মিলল অস্ত্র ও মাদক

১৯

চাপে রয়েছেন নেতানিয়াহু

২০
X