জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর সদর উপজেলার এসএম নাইমুর রহমান দুর্জয় সভাপতি ও শ্রীপুরের ফয়সাল আহামেদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপদেষ্টামণ্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এক বছর মেয়াদি ৩৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মাহমুদুল হাসান ইমন, আসিফ ইকবালসহ মোট ১২ জন। যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন- রুকসানা মিতু, জামিল খান, তামাসুল ইসলাম সোহানসহ ৭ জন।
সাংগঠনিক সম্পাদকেরা হলেন শিপন ঘোষ নিলয়, তামিম রহমান, তাওসিয়া আহামেদ তানহাসহ ৮ জন। দপ্তর সম্পাদক শাকিল খানসহ মোট ১১ জনকে বিভিন্ন দায়িত্ব অর্পণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান আব্দুল আলীমসহ অন্য উপদেষ্টা ও পূর্বের কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মতিক্রমে গত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে কমিটি প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে নতুন কমিটির সভাপতি এসএম নাইমুর রহমান দুর্জয় বলেন, গাজীপুর জেলা ছাত্র কল্যাণ একটি অরাজনৈতিক এবং ঐতিহ্যবাহী সংগঠন। আমরা এই সংগঠনকে এবং সংগঠনের সব সদস্যকে নিয়ে একত্রে কাজ করে জেলা ছাত্র কল্যাণকে রোল মডেল হিসেবে উপস্থাপন করব ইনশাআল্লাহ্।
সাধারণ সম্পাদক ফয়সাল আহামেদ বলেন, ছাত্র কল্যাণ কমিটির প্রধান লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা। এই বৃহত্তর প্রত্যাশার অপর পৃষ্ঠায় আমি আরও প্রত্যাশা রাখি যে, সবার সহযোগিতার এই সংগঠনকে শিক্ষা ও সংস্কৃতিতে অগ্রগামী ও ক্যাম্পাসে সুষ্ঠু ও সুশৃঙ্খল সংগঠন হিসেবে সদর্পে বিচরণ করানোর চেষ্টা করব। সংগঠনের ছাত্র-শিক্ষকের মাঝে শ্রদ্ধা ও স্নেহের সম্পর্কের সেতুবন্ধ তৈরির সর্বোচ্চ প্রয়াস অব্যাহত থাকবে।
মন্তব্য করুন