শীতকালীন ছুটি ও যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে আগামী ২২ ডিসেম্বর (রোববার) থেকে ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত ১০ দিনের ছুটি পাচ্ছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
পাশাপাশি দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় মোট ১২ দিন ছুটি পাবেন তারা। আগামী ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম চালু হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে হল সুপার স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, শীতকালীন ছুটি যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে আগামী ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হল বন্ধ থাকবে। আগামী ১ জানুয়ারিতে যথারীতি হল খুলে দেওয়া হবে। বন্ধের মধ্যে কোনো ছাত্র/ ছাত্রীকে হলে অবস্থান বা প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
তবে পি.এইচ.ডি/মাস্টার্স ছাত্র/ ছাত্রীরা সুপারভাইজারের সুপারিশক্রমে হলে অবস্থান করতে পারবেন বলে জানানো হয়।
মন্তব্য করুন