শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের মৃত্যুবার্ষিকী পালন

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের মৃত্যুবার্ষিকী পালন। ছবি : সংগৃহীত
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের মৃত্যুবার্ষিকী পালন। ছবি : সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে ‘আবেদ ভাইকে ঘিরে কথকতা’ শীর্ষক আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, ফজলের জীবন-দর্শন নিয়ে স্মৃতিচারণ, শিল্পকর্ম প্রদর্শনী, পোস্টার উপস্থাপনা ও বিভিন্ন সামাজিক উদ্যোগ প্রকল্পের সম্মাননা প্রদান।

ফজলে হাসান আবেদ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের পথিকৃৎ। ২০১৯ সালের ২০ ডিসেম্বর ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার রেখে যাওয়া আদর্শ ও কাজ সারা বিশ্বের মানুষের অনুপ্রেরণার উৎস।

ফজলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের এক্সিবিশন গ্যালারিতে মাসব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ ও ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ। প্রদর্শনীতে ফজলের পছন্দের শিল্পকর্ম, শিক্ষার্থীদের তৈরি চিত্রকর্ম এবং তার সামাজিক উদ্যোগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন পোস্টার প্রেজেন্টশন অনুষ্ঠিত হয়। তিনজন শিক্ষার্থীর শিল্পকর্মকে পুরস্কৃত করা হয় এবং দুজনকে বিশেষ সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনের ডিন প্রফেসর ফুয়াদ হাসান মল্লিক, ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচারের চেয়ারপারসন জয়নাব ফারুকী আলী, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার।

প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ তার বক্তব্যে বলেন, স্যার ফজলে হাসান আবেদের আদর্শ ও কর্মময় জীবন আমাদের সবার জন্য অনুপ্রেরণার উৎস। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী বা দেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে ব্র্যাকের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তিনি সারাজীবন আমাদের সবার অন্তরে বেঁচে থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে ‘আবেদ ভাইকে ঘিরে কথকতা’ শীর্ষক অনুষ্ঠানে ফজলের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন ব্র্যাক ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ইরাম মারিয়াম। তিনি তার বক্তব্যে তুলে ধরেন ফজলে আবেদ কীভাবে শিশুদের মনে সাহস জোগাতেন এবং তাদের স্বপ্ন দেখতে উৎসাহিত করতেন।

এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘তুমি রবে নীরবে’ শীর্ষক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ফজলের পছন্দের দুটি কবিতা আবৃত্তি করেন রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড। এরপর বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ফজলে আবেদের আদর্শ কীভাবে শিক্ষার্থীদের গবেষণা এবং আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে অনুপ্রাণিত করেছে আলোচকরা সেটি তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খায়রুল বাশার। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ১৮টি সামাজিক প্রকল্পকে বিশেষ সম্মাননা জানানো হয়।

এর আগে, গত ১৮ই ডিসেম্বর স্যার ফজলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি দাবা প্রতিযোগিতার আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটির দাবা ক্লাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা আইটি লিমিটেডের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত

পথ শিশুদের মাঝে ছাত্রদল নেতার ঈদ উপহার বিতরণ

বেফাক পরীক্ষায় মারকাযু ফয়জিল কুরআন মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

চাঞ্চল্যকর ফিমা হত্যা : মামলার আসামি ভারতে বাবাসহ গ্রেপ্তার

বর্তমান সংবিধান মানুষের আকাঙ্ক্ষা ধারণে ব্যর্থ হয়েছে : আখতার

পুকুরে পাওয়া গেল ৬টি আগ্নেয়াস্ত্র

যারা সংস্কার ছাড়া নির্বাচন চায় তারা আওয়ামী লীগের পুনর্বাসন চায় : ড. মাসুদ

বগুড়ায় নিখোঁজ আটা বোঝাই ট্রাক ঝিনাইদহে উদ্ধার

ছাত্রদল নেতার বাড়ি থেকে ওএমএসের চাল উদ্ধার

টেকনাফে অস্ত্রসহ অপহরণ চক্রের হোতা গ্রেপ্তার

১০

নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ মানবে না : টুকু

১১

দেশটা কোনো  নির্দিষ্ট ধর্মের মানুষের না : সারজিস

১২

মোরেলগঞ্জে তাঁতী দল নেতা কাজী মনিরের ঈদ উপহারসামগ্রী বিতরণ

১৩

ঈদের টানা ছুটিতে প্রাণ ফিরছে কুয়াকাটায়

১৪

তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা বাংলাদেশের

১৫

সংস্কারের আলাপকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে : নাহিদ ইসলাম

১৬

‘আর যেন কোন মায়ের বুক খালি না হয়’

১৭

ঢাকায় মহাসমাবেশ ডেকেছে হেফাজত

১৮

‘আ.লীগকে যেখানে পাবেন, গণধোলাই দিয়ে জেলে দেবেন’

১৯

চট্টগ্রামে আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৩৫ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X