বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

রাবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ

আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগের বিজয় উল্লাস। ছবি : কালবেলা
আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগের বিজয় উল্লাস। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মনোবিজ্ঞান বিভাগ। খেলায় ট্রাইবেকারে ৪-৩ গোলে বাংলা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিভাগটি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন উপাচার্য অধ্যাপক সালেহ্‌ হাসান নকীব।

গত ১১ নভেম্বর রাবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। এতে ৫৮টি বিভাগ ও ইনস্টিটিউট অংশগ্রহণ করে। মঙ্গলবার আড়াইটায় ফাইনাল খেলায় মনোবিজ্ঞান বিভাগের বিপক্ষে মাঠে নামে বাংলা বিভাগ। তবে নির্ধারিত সময়ে কোনো দলই গোল দিতে পারেনি। ফলে খেলা গড়ায় ট্রাইবেকারে। এতে ৪-৩ গোলে জয়লাভ করে মনোবিজ্ঞান বিভাগ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক সালেহ্‌ হাসান নকীব বলেন, দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করেছে। খেলার সবথেকে সুন্দর দিক হলো খেলোয়াররা মাঠে কতজন খেলেছে? ১১ দুগুণে ২২। মোটেও ২২ জন খেলেনি। খেলোয়াড়রা কল্পনা করতে পারে গ্যালারিতে হাজার হাজার ছেলেমেয়ে তাদের সঙ্গে খেলেছে। এটাই হচ্ছে খেলাধুলার শক্তি। খেলে অল্প কিছু মানুষ কিন্তু একতাবদ্ধ করে হাজার হাজার মানুষকে। এখানেই আনন্দ ও বিনোদনের প্রশ্ন। শিক্ষার্থীরা এই জিনিসটাকে ধরে রাখবে। আর শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে আমাদের বিশ্ববিদ্যালয়ে খেলা নিয়ে আর কখনো কোনো বিশৃঙ্খলা দেখতে চাই না।

বিশেষ অতিথির বক্তব্য উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আজকের এই খেলায় কিন্তু কেউই জয়ী বা কেউই পরাজিত নয়। দিনশেষে দুটি দলই জয়ী হয়েছে। এই খেলাকে কেন্দ্র করে যে আবেগ ও ভালোবাসা দেখেছি, সেটি আমাকে আবেগাপ্লুত করেছে। খেলায় একটি দলের পরাজয়ে সেই বিভাগের শিক্ষার্থীদের মন খারাপ। তা দেখে বিভাগের শিক্ষিকারাও কান্না করছে এমন দৃশ্যও আমি লক্ষ্য করেছি। তোমরা সবাই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। খেলার মাঠে সবার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু মাঠের বাইরে সবাই বন্ধু। খেলা নিয়ে যেন আর কোনো লড়াই বা সহিংসতা না ঘটে সেদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আহসান উল আলম। সভাপতিত্ব করেন আন্তঃবিভাগ গেমস্ সাব কমিটির সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি ফুটবল প্লেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক নাসিম রেজা, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় দিবস উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা সভা

‘নির্ধারিত সময়ের মধ্যেই শ্রম সংস্কার সুপারিশ প্রণয়ন করতে পারব’

আদানির বিদ্যুৎ আমদানি বাংলাদেশে এক তৃতীয়াংশ কমেছে

মুফতি সাঈদকে অপহরণের অভিযোগ

চিকিৎসা নিতে যাওয়া হলো না মোমেনার

যে কারণে ১৭ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার

ফসলি জমির টপ সয়েল কেটে রাস্তার কাজ!

তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

সিলেটে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেপ্তার

ক্যাডার বহির্ভূত ১৫ কর্মকর্তা হলেন সহকারী সচিব

১০

ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে, জানা গেল কারণ

১১

ফের সময় বাড়ল হজযাত্রী নিবন্ধনের

১২

রাবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ

১৩

জবির ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে রাকিব ও রাব্বি

১৪

মাটিভর্তি ডাম্পার গাড়ি ফেলে পালাল পাচারকারীরা

১৫

বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে থাইল্যান্ডে, কমছে ভারতে

১৬

দক্ষিণ এশিয়ার যুব সম্মেলনে বাংলাদেশের পতাকা ওড়ালেন আলফি

১৭

এক বোতল কোক জীবন থেকে কেড়ে নেয় ১২ মিনিট : গবেষণা

১৮

মাছ ধরা নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ১৫

১৯

রাজশাহীতে ৩৩ পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

২০
X